ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) বরাত সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকালে ইকুয়েডরের উপকূলের কাছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৩ কিলোমিটার (১৪.২৯ মাইল) গভীরে।
অনলাইনে শেয়ার করা ছবিতে ভূমিকম্পে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহেতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পের পর ১৮৫ বার আফটারশকে কেঁপে উঠল তুরস্ক
ইকুয়েডরে ভূমিকম্পের বেদনাদায়ক ইতিহাস রয়েছে। ২০২৩ সালে উত্তর পেরু এবং দক্ষিণ ইকুয়েডরে একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জন নিহত হন। ওই ভূমিকম্পে ঘরবাড়ি, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের ব্যাপক ধ্বংস হয়। এছাড়া ২০১৬ সালে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্পে ৭৭ জন নিহত ও ৫০০ জনেরও বেশি আহত হয়।
ইকুয়েডর প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থিত, যা পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা। টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের শিকার হয়।