ইএমকে স্মল গ্রান্ট থেকে সমাজের ইতিবাচক পরিবর্তনে অনুদান নিতে পারবেন যারা

৩ সপ্তাহ আগে
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে এমন ‘চেঞ্জমেকার’দের উৎসাহিত করতে ‘ইএমকে স্মল গ্রান্ট ২০২৫’ শীর্ষক অনুদান কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত এডওয়ার্ড এম কেনেডি সেন্টার বা ইএমকে সেন্টার।

সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতাকে আরও ত্বরান্বিত করবে এমন সৃজনশীল প্রকল্প প্রস্তাব জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ইএমকে সেন্টারের পক্ষ থেকে।

 

ইএমকে স্মল গ্রান্ট কি ?

যে সব কর্মসূচি বা প্রকল্প সৃজনশীলতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রর জনগণের সম্পর্ককে আরও শক্তিশালী করে এমন সব প্রকল্পকে অনুদান প্রদান করে ‘ইএমকে স্মল গ্রান্ট’। এ বছর এই কর্মসূচি পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে । এগুলো হলো গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক ক্ষমতায়ন, পরিবেশগত টেকসই, স্টেম শিক্ষা এবং কলা ও সংস্কৃতি।

 

অনুদানের পরিমাণ

ইএমকে স্মল গ্রান্ট কর্মসূচির অধীনে কোনো ব্যক্তি, গোষ্ঠী, সংগঠনকে দুই লাখ থেকে ৫ লাখ টাকা অনুদান দেয়া হয়। প্রকল্পের স্থায়ীত্ব হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত।

 

যেভাবে পাওয়া যাবে অনুদান

প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারীরা চূড়ান্ত বাছাই পর্বে নিজেদের প্রকল্পের পরিকল্পনা উপস্থাপন করবেন। এ সময় বাজেটের বিষয়টিও সুস্পষ্ট উল্লেখ করতে হবে। এর মধ্যে থেকে বিজয়ীদের নাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হবে। এর পরপরই পাওয়া যাবে অনুদান।

 

আরও পড়ুন: নাগরিক নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

 

কারা আবেদন করতে পারবেন ?


যে কোনা অলাভজনক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক গোষ্ঠী এবং ফাউন্ডেশন এতে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে চাইলে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী যারা উদ্যমী হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম তারাও আবেদন করতে পারেন।

 

আবেদনের অযোগ্যতা

কোনো রাজনৈতিক দলের কর্মী, নির্মাণ প্রকল্প এবং ধর্মীয় কোনো সংগঠনের প্রচারে নিয়োজিত কেউ এই কর্মসূচিতে অযোগ্য বলে বিবেচিত হবেন।

 

আবেদনের নিয়ম

পহেলা ডিসেম্বর ২০২৪ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ সালের মধ্যে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে emkcenter.org  এই ঠিকানায়।

 

আরও পড়ুন: অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক


বিস্তারিত ও প্রয়োজনীয় আরও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই ই-মেইল ঠিকানায়-grants@emkcenter..


আবেদনপত্র ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করা যাবে এই লিংকে https://emkcenter.org/emk-small-grant-2025/

]]>
সম্পূর্ণ পড়ুন