ফ্রান্স টুয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে মোতায়েন করা হয় প্রায় ২০০ দমকল কর্মী ও ৬০টি আগুন নেভানোর যন্ত্র। ব্যবহার করা হয় দুটি এরিয়াল প্ল্যাটফর্মও। মঙ্গলবার সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, বরং তা উত্তর দিকে ছড়িয়ে পড়ে।
সাইকটমের তথ্য অনুযায়ী, এটি ইউরোপের বৃহত্তম পৌর বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ৬০ লাখ মানুষের আবর্জনা প্রক্রিয়াকরণে নিযুক্ত এই সংস্থা বছরে ২৩ লাখ টন বর্জ্য ব্যবস্থাপনা করে। ২০১৯ সালে চালু হওয়া অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এই কেন্দ্রে ৯ লাখ বাসিন্দার পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করা হয়। সোমবার বিকেলে এর বেসমেন্টে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুন, এক নারীর মৃত্যু
প্যারিস সিটি হল জানায়, এ ঘটনায় কোনো আহত বা হতাহতের ঘটনা ঘটেনি। সব কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া আগুনে কাঠের বিমগুলো প্রায় ধসে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের রিং রোড বন্ধ করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: গারো পাহাড়ের বনে ‘পরিকল্পিত আগুন’, হুমকিতে জীববৈচিত্র্য
অগ্নিকাণ্ডে শহরের অন্যতম প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র অচল হয়ে পড়ায় পরিবেশ ও পরিষেবা খাতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
]]>