ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যে সাইবার হামলা?

৩ সপ্তাহ আগে
পর্তুগাল, স্পেন ও ফ্রান্সসহ ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশের বেশ কিছু এলাকায়। সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আচমকা বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো পর্তুগালের মূল ভূখণ্ড।

একই পরিস্থিতিতে পড়ে স্পেন, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের বিভিন্ন অঞ্চল। বিদ্যুৎহীন কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও, এর নির্দিষ্ট কারণ জানাতে পারেনি কোনো দেশ।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা না গেলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পর্তুগালের জরুরি পরিষেবা।

 

স্প্যানিশ গ্রিড অপারেটর রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানে কাজ করছে তারা। 

 

আরও পড়ুন: স্পেন, পর্তুগাল, ফ্রান্সে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়

 

সাইবার হামলার কারণে এই বিপর্যয় ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশিষ্টরা। 

 

BREAKING: Massive -- really, massive -- electricity outage hits Spain, which large part of the country suffering blackouts (including Madrid and Barcelona).

Data from Spain's national grid shows a lost of >10 GW of demand, from ~26GW to ~12GW in a few seconds. Reason unknonw. pic.twitter.com/KwvDxOOLQJ

— Javier Blas (@JavierBlas) April 28, 2025

 

বিদ্যুৎ বিহীন অবস্থায় মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে টেলিযোগাযোগ খাতও। রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যাল না থাকায় আসছে সড়ক দুর্ঘটনার খবর।

 

❗️🇪🇸⚡️🇫🇷 - On April 28, 2025, Spain and parts of France experienced a brief, widespread power outage lasting only a few seconds.

This blackout disrupted internet access and other services, including 5G networks, for all users in the affected areas.

Services have since been… pic.twitter.com/lcF4viFSKi

— 🔥🗞The Informant (@theinformant_x) April 28, 2025

 

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করেছে পর্তুগাল পুলিশ। এছাড়া বিভিন্ন স্থানে এলিভেটরে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা।

 

জেনারেটর দিয়ে হাসপাতাল ও জরুরি পরিষেবা চালু রাখতে কাজ করছেন সংশ্লিষ্টরা। উড়োজাহাজ ওঠা-নামাও বন্ধ রেখেছে বেশ কয়েকটি বিমানবন্দর।

]]>
সম্পূর্ণ পড়ুন