ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে মেলে না ওষুধ, ইউপি কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ

১ সপ্তাহে আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সংকট, দুর্ব্যবহার ও চরম অনিয়মের অভিযোগে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শতাধিক বিক্ষুব্ধ জনতা এ কর্মসূচি পালন করে।


বিক্ষোভকারীরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরেই নেই পর্যাপ্ত ওষুধ, রোগীরা গেলে ফেরত পাঠানো হয়। এমনকি ফ্রিজে ওষুধের পরিবর্তে মাছ-মাংস রাখা হয়। অভিযোগ রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছা. সুমাইয়া আক্তার, তার স্বামী পরিবার পরিকল্পনা পরিদর্শক আশিকুল হাবীব এবং ননদ পরিবার কল্যাণ সহকারী হিরা খাতুন- তিনজনই একই কেন্দ্রে কর্মরত থাকায় পুরো কেন্দ্রটি একটি পরিবারের নিয়ন্ত্রণে চলে এসেছে।


স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, 'চিকিৎসা নিতে গেলেই ওষুধ নাই বলে ফিরিয়ে দেয়। অথচ বাইরে কিনতে গেলে ঠিকই পাওয়া যায়। অনেকবার অভিযোগ করেছি, তবুও কোনো ব্যবস্থা হয়নি।'


একইসঙ্গে ইউপি চেয়ারম্যান ও কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাদীর বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেন তারা। স্থানীয় যুবক ফয়সাল আহমেদ বলেন, 'চেয়ারম্যান বারবার বলার পরও ব্যবস্থা নেননি, বরং ওই পরিবারকেই সমর্থন দেন।'


অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিবার পরিকল্পনা পরিদর্শক আশিকুল হাবীব অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমার বসতবাড়ির একটি অংশ মসজিদের নামে দখল করাকে কেন্দ্র করে কিছু লোক প্রতিশোধপরায়ণ হয়ে মিথ্যা অভিযোগ করছে।'


তিনি দাবি করেন, গত ৯ মাস ধরে পরিবার পরিকল্পনা বিভাগের ওষুধ না থাকায় বিতরণ করা সম্ভব হয়নি।


আরও পড়ুন: মাদারীপুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র


জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. শুকলাল বৈদ্য বলেন, 'কিছু পারিবারিক দ্বন্দ্ব থেকে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বদলির জন্য পত্র পাঠানো হয়েছে।'


তিনি আরও বলেন, 'পরিবার পরিকল্পনা বিভাগের ওষুধ সরবরাহে বিঘ্ন ঘটায় সাময়িক সমস্যা হয়েছে, তবে খুব শিগগিরই পুনরায় ওষুধ সরবরাহ শুরু হবে।'


এদিকে, অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয়রা আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে। তারা অনিয়ম তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন