ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় এমবিএ দিবস উদযাপন

২ দিন আগে
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় এমবিএ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। শুক্রবার (৯ মে) আমিনবাজারে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সাউথ এশিয়া স্কুল অব বিজনেস এমবিএ ক্লাব এই আয়োজন করে।

দিনব্যাপী উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, কর্পোরেট পেশাদার এবং অতিথিরা একত্রিত হয়ে শিক্ষাগত উৎকর্ষ, নেতৃত্ব বিকাশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করেছেন।


এমবিএ দিবস ২০২৫ এর উদযাপনে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উপাচার্য অধ্যাপক ড. এম. এ. ওয়াদুদ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ডীন ও সাউথ এশিয়া স্কুল অব বিজনেস ও IQAC পরিচালক সহযোগী অধ্যাপক এম. আব্দুল্লাহ আল মামুন।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা বেশ কিছু ফলপ্রসূ সেশনে অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিল “বিক্রয়: ক্যারিয়ার গঠন ও জীবনকে ক্ষমতায়ন” শীর্ষক সেমিনার। এটি পরিচালনা করেন বিক্রয়.কমের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. ওয়াসির ফরহাদ জামান। এছাড়া “Beyond IQ: ক্যারিয়ার ও কর্পোরেট সফলতার জন্য আবেগীয় বুদ্ধিমত্তা” শীর্ষক সেমিনার পরিচালনা করেন বাংলাদেশ স্কিল ব্যাংকের প্রতিষ্ঠাতা ও লিড ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ তাহের। এই সেমিনারগুলো শিক্ষার্থীদের বর্তমান প্রবণতা, কৌশলগত চিন্তাভাবনা এবং আজকের প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে প্রয়োজনীয় সফট স্কিল সম্পর্কে মূল্যবান ধারণা প্রদান করে।

 

আরও পড়ুন: চবির ৫ম সমাবর্তনে কঠোর নির্দেশনা মেনে চলতে হবে গ্র্যাজুয়েটদের


দুপুরে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এতে পারফর্ম করে “Aesthetics - The Band”।


এমবিএ দিবস ২০২৫-এর সমাপ্তি ঘটে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে।

]]>
সম্পূর্ণ পড়ুন