চেজ স্টেডিয়ামে দাপুটে পারফরমেন্স দেখিয়েছে মায়ামি। যদিও ভালোই লড়াই করেছে ইউনাইটেড। ম্যাচের ৩৫তম মিনিটে তাদেও অ্যালেন্ডের গোলে এগিয়ে যায় মায়ামি। মেসির দূরপাল্লার পাস পেয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। এটি চলতি মৌসুমে মেসির ১২তম অ্যাসিস্ট। প্রথম হাফ ১-০ তে লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয় হাফের শুরুতেই সমতায় ফেরে ডিসি ইউনাইটেড। ৫২ মিনিটে সাবেক লিভারপুল স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেন্টেকে ইউনাইটেডের হয়ে গোল করেন। তবে মায়ামির আবারও লিড পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। ৬৬তম মিনিটে মেসির গোলে আবারও লিড পায় মায়ামি। মাঝে আক্রমণ করেছে মায়ামি, তবে গোল পায়নি।
আরও পড়ুন: রোনালদো-ফেলিক্সের জোড়া গোলে রিয়াদকে উড়িয়ে দিল আল নাসর
৮৫তম মিনিটে মেসি মায়ামির জয় নিশ্চিত করেন। মাঝ মাঠে বুসকেটসের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান ৩-১ করেন আর্জেন্টিনার অধিনায়ক। এটি চলতি মৌসুমে মেসির ২২তম গোল।
শেষ দিকে এক গোল শোধ দেয় ইউনাইটেড। নির্ধারিত সময়ের সপ্তম মিনিটে মারেলের গোলে ইউনাইটেড ফের ব্যবধান কমায়। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি তারা।