ইউটিউব ট্রেন্ডিংয়ে আজকের সেরা পাঁচ মিউজিক

৪ সপ্তাহ আগে
সাধারণত অল্প সময়ের মধ্যে অধিক ভিউ পাওয়া ভিডিওগুলোকে ট্রেন্ডিংয়ে দেখায় ইউটিউব। তবে এক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় বিবেচনা করে প্ল্যাটফর্মটি। সাধারণত নতুন আপলোড করা ভিডিওই ট্রেন্ডিংয়ে থাকে। পুরনো ভিডিও বেশি ভিউ পেলেও খুব একটা ট্রেন্ডিংয়ে আসে না। এছাড়া লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদির পরিমাণ দেখে বোঝা যায় ভিডিওটি কতটা জনপ্রিয় বা আলোচিত।

ইউটিউব প্রতিটি দেশে আলাদা ট্রেন্ডিং ট্যাব চালায়। বাংলাদেশের ট্রেন্ডিংয়ের সঙ্গে ভারত বা আমেরিকার ট্রেন্ডিং কনটেন্টের মিল নাও থাকতে পারে।

 

আজ রোববার (৬ জুলাই) বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ৫টি মিউজিক নিচে দেয়া হলো-


১. কেউ বোঝে না মনের ব্যথা

 

মিউজিক ভিডিওটি ইউটিউবের ভিডিও এবং শর্টস- দুই ফরম্যাটেই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া টিকটকেও বেশ সাড়া ফেলেছে।

 

 

কথা, সূর এবং মূল শিল্পী: আতিফ আহমেদ নিলয়।
মিউজিক: ফরহাদ।
কভার: শাহীন সুলতানা মিম।
কাস্ট: মিথিলা, ইভা খান, আনোয়ার হোসেন, পারভিন মনি।
চ্যানেল: Bangla Music 007


২. মানুষ চেনা বড় দায়

 

 

শিল্পী: শিমুল হাসান।
কথা: মল্লিক রাসেল।
মিউজিক: আকাশ মাহমুদ।
কাস্ট: শিমুল হাসান, প্রিয়শী পিউ, পারভেজ, রত্না পারবিন, শামীম রহমান ঝিনুকসহ অনেকে।

চ্যানেল: Shimul Hasan Baul

 

আরও পড়ুন: ‘বিটিএস’সহ যাদেরকে টপকে গেলেন অরিজিৎ সিং


৩. তোমার পিন্দনের ওই শাড়িতে

 

 

শিল্পী: আব্দুল জব্বার।
কথা: প্রচলিত।
মিউজিক: আব্দুল জব্বার স্টুডিও।
কাস্ট: নিলয় খান সাগর এবং রোজা।

চ্যানেল: Niloy Khan Sagor


৪. মন চায় তোমায় দেখতে বন্ধু

 

মূল শিল্পী: আতিফ আহমেদ নিলয়।
কভার: শাহীন সুলতানা মিমি।
কথা: আতিফ আহমেদ নিলয় এবং নওশীন।
টিউন: আতিফ আহমেদ নিলয়।
মিউজিক: ফরহাদ।

 

 

কাস্ট: ইভা খান, গুলজার খান, পারভীন, মতিন।

চ্যানেল: Bangla Music 007


৫. বকুল ফুল বকুল ফুল

 

চিরচেনা লোকগানটিকে নতুন রূপে, লোফাই সুরে সামনে আনা হয়েছে। গানটি মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক-সঙ্গীতের একটি হৃদয়গ্রাহী নমুনা।

 

গত ২৬ জুন গানটি প্রকাশিত গানটি গেয়েছেন দিয়া জাহান। মিউজিক করেছেন হাসান এস ইকবাল।

চ্যানেল: Diya Jahan

]]>
সম্পূর্ণ পড়ুন