ইউক্রেনের সাবেক সংসদীয় স্পিকারকে গুলি করে হত্যা

৪ সপ্তাহ আগে
ইউক্রেনের সাবেক সংসদীয় স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৩০ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে তাকে গুলি করা হয়।

প্রসিকিউটর জেনারেলের অফিস জানায়, একজন বন্দুকধারী পারুবিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানোর পর ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। আক্রমণকারী পালিয়ে গেছে এবং তার খোঁজ শুরু হয়েছে।

 

রয়টার্স জানায়, ৫৪ বছর বয়সী পারুবি সংসদ সদস্য ছিলেন। ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত সংসদীয় স্পিকার ছিলেন এবং ২০১৩-১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান জানিয়ে হওয়া বিক্ষোভের অন্যতম নেতা ছিলেন।

 

আরও পড়ুন:বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

 

তিনি ফেব্রুয়ারী থেকে আগস্ট ২০১৪ পর্যন্ত ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিবও ছিলেন, যে সময়কালে পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল এবং রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছিল।


কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো ইঙ্গিত দেননি যে, এই হত্যাকাণ্ডের সাথে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কিনা।


জাতীয় পুলিশ জানিয়েছে, লভিভে গুলি চালানোর ঘটনাটি দুপুরের দিকে হয়েছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, খুনিকে খুঁজে বের করা এবং হামলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

তিনি টেলিগ্রামে লিখেছেন, এটি যুদ্ধরত একটি দেশে নিরাপত্তার বিষয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি, কোনো নিরাপদ স্থান নেই। 

 

আরও পড়ুন:ইউক্রেনের ‘বৃহত্তম’ নৌ জাহাজ ডুবিয়ে দিলো রাশিয়া

]]>
সম্পূর্ণ পড়ুন