প্রতিবেদন মতে, রাশিয়া জানিয়েছে যে, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সেখানে তারা আরও দুটি গ্রাম দখল করেছে।
টেলিগ্রামে প্রকাশিত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, রুশ সেনারা উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের লোজোভা ও ও ক্রাসনয়ে নামে (ইউক্রেনে সন্টসিভকা বলে পরিচিত) দুটি গ্রাম ‘মুক্ত’ করেছে।
দ্বিতীয় গ্রামটি কুরাখোভে ইউক্রেনের একটি ঘাঁটির কাছাকাছি অবস্থিত। যেটাকে রাশিয়া প্রায় ঘিরে ফেলেছে। ঘাঁটিটার দখল নিশ্চিত হলে মস্কোর জন্য পুরো দোনেৎস্ক অঞ্চল দখল আরও সহজ হবে।
আরও পড়ুন: আলবেনিয়ায় কিশোর হত্যার জেরে টিকটক নিষিদ্ধ
গত সপ্তাহে ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি করে রাশিয়া। গত বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোর সেনাবাহিনী আরও সামনে অগ্রসর হয়েছে এবং পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দুটি নতুন বসতি দখল করেছে। বিবৃতিতে বসতি দুটির নাম স্টারি টার্নি ও ট্রুডোভ বলে জানানো হয়।
আর মাত্র মাসখানেক পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই যতটা সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখল নিশ্চিত করতে চাইছে রাশিয়া।
এ পরিস্থিতিতে প্রবল বেগে পূর্ব ইউক্রেনে অভিযান জোরদার করেছে রুশ সেনাবাহিনী। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রায় তিন বছরের সংঘাতের দ্রুত অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট শর্ত বা প্রস্তাব তিনি এখনও দেননি।
আরও পড়ুন: জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫
চলতি বছর ইউক্রেনে ১৯০টিরও বেশি বসতি দখল করে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। অস্ত্র, গোলাবারুদ ও সেনা সঙ্কটে জর্জরিত ইউক্রেন নিজ ভূখণ্ডের দখল ধরে রাখতে হিমশিম খাচ্ছে। তবে এখন পর্যন্ত জোর লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।
]]>