প্রতিবদেন মতে, সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। গত কয়েকদিনের ধারাবাহিকতায় শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ইউক্রেনজুড়ে তীব্র হামলা চালায় রুশ বাহিনী।
শনিবার (৮ নভেম্বর) সকালে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে শত শত রুশ ড্রোনের পাশাপাশি আকাশ, স্থল ও সমুদ্র থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইউক্রেন জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাতভর রুশ বাহিনীর ছোড়া ৫০৩টি হামলা শনাক্ত করেছে, যার মধ্যে ৪৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪৫৮টি ড্রোন। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষবস্তুতে আঘাত হেনেছে। মাত্র নয়টি সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ৪০৬টি ড্রোন আটকানো গেছে।
আরও পড়ুন: রুশ পররাষ্ট্রমন্ত্রীর পদ হারানোর গুঞ্জন নিয়ে কী বলছে ক্রেমলিন?
জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, রাতভর রাশিয়ার হামলা কয়েকটি জেলায় একটি আবাসিক ভবনসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, দোনেৎস্কের দুটি জেলায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আর খেরসনের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন জানিয়েছেন, বেশ কয়েকটি বহুতল ভবন, ব্যক্তিগত বাড়ি এবং যানবাহনে আঘাত হানার পর আরও দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। কিয়েভের গভর্নর মাইকোলা কালাশনিক বলেছেন, ভিশহোরোদ জেলায় একটি হামলায় একজন নারী আহত হয়েছেন এবং বেসামরিক এলাকা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেনিপ্রোর পূর্বাঞ্চলে একটি ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং শিশুসহ ১১ জন আহত হয়েছেন। রাশিয়ার হামলাগুলো বেশিরভাগই গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে। যার ফলে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন: রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে অব্যাহতি দিল যুক্তরাষ্ট্র
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। এর ফলে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে।
]]>
২ সপ্তাহ আগে
৬






Bengali (BD) ·
English (US) ·