সোমবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ৯ মে যুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উদযাপন করবে। ১৯৪২-১৯৪৫ সালে জার্মানির সাথে এই যুদ্ধ হয়েছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত।
আরও পড়ুন: কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, ইউক্রেনের প্রত্যাখ্যান
ক্রেমলিন আশা করে, ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চলবে। তবে তারা বলেছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তারাও জবাব দেবে।
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই ঘোষণা এলো।
শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষণ অব্যাহত থাকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন। এরপর মস্কো ট্রাম্পের অনুগ্রহ ফিরে পেতে চেষ্টা করছে।
ট্রাম্প আরও বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে শান্তি চুক্তির জন্য ক্রিমিয়া ছেড়ে দিতে প্রস্তুত।
আরও পড়ুন:ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প
এদিকে, এক বিবৃতিতে ক্রেমলিন কিয়েভকে অস্থায়ী যুদ্ধবিরতিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে। তবে প্রতিশ্রুতি দিয়েছে যে ইউক্রেনীয় পক্ষের লঙ্ঘনের ক্ষেত্রে তার সশস্ত্র বাহিনী ‘পর্যাপ্ত এবং কার্যকর প্রতিক্রিয়া’ দেখাবে।
ইউক্রেন এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি।
]]>