ইউক্রেনে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবেন ট্রাম্প

২ সপ্তাহ আগে
ইউক্রেনে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সোমবার (১৪ জুলাই) কিয়েভে রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা দেয়া নিয়ে আলোচনা শুরু করেছেন ট্রাম্পের ইউক্রেন দূত কিথ কেলগ। খবর রয়টার্সের।

মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস এই বিষয়ের সাথে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তার পূর্বের অবস্থান থেকে সরে এসে, ট্রাম্প ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের জন্য একটি নতুন পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

 

এর আগে ইউক্রেনে পাঠানোর কথা থাকলেও কয়েকটি অস্ত্রের চালান স্থগিত করে যুক্তরাষ্ট্র।

 

আরও পড়ুন:ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যমের খবর নাকচ করল রাশিয়া  

 

ইউক্রেনে রাশিয়ার তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত চলার পর যুদ্ধবিরতি নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। তবে এই আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা ব্যক্ত করেন ট্রাম্প।

 

পুতিন শান্তি আলোচনায় আগ্রহী নয় বলেও একাধিকবার অভিযোগ করেছেন ট্রাম্প।


এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে কেলোগের সাথে দেখা করার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এই সাক্ষাতে তিনি রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ প্রতিহত করার জন্য আরও প্রতিরক্ষামূলক সক্ষমতা চাইতে পারেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

 

রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা দখল করে আছে এবং পূর্বদিকে অগ্রসর হচ্ছে। যুদ্ধ পরিত্যাগ করার কোনো লক্ষণ পুতিনের মধ্যে দেখা যাচ্ছে না বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। 

 

আরও পড়ুন:রাশিয়ার প্রতি ‘নিঃশর্ত’ সমর্থনের কথা জানালেন কিম জং উন

]]>
সম্পূর্ণ পড়ুন