ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা কারা দেবে, জানাল রাশিয়া!

১ সপ্তাহে আগে
ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর নেয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়াই রাশিয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার বলেও মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) নিজেদের স্বাধীনতা দিবসের দিন রাশিয়ায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে, রাশিয়ার পশ্চিমাঞ্চলের কুরস্ক অঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়। এ ঘটনায় রাশিয়ার নোভাতেকের একটি জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়।

 

এরমধ্যেই স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভে অনুষ্ঠিত প্রতিরক্ষা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ইউরোপীয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। নিজের দেশকে সমর্থন দেয়ায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।

 

এদিকে ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব ন্যাটোর বদলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আরও কয়েকটি দেশের জোটবদ্ধ হয়ে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসেই রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা!

 

ল্যাভরভ বলেন, রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হলো ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়া। পাশাপাশি, স্থায়ী নিরপেক্ষতা এবং রুশভাষী জনগণের সুরক্ষা। এছাড়া সীমান্ত ও ভূখণ্ড ইস্যুতে আলোচনার গুরুত্ব তুলে ধরেন তিনি।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি. ভ্যান্স বলেছেন, যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়া প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে নমনীয়তা দেখিয়েছে। উভয়পক্ষের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় আস্থা রেখে সমঝোতার পথ খোঁজা এবং শান্তি প্রতিষ্ঠায় চাপ দেয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন