ইউআইইউর ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

১ সপ্তাহে আগে
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

শনিবার (২১ জুন) রাতে জরুরি সভা শেষে এক নোটিশে এ তথ্য জানানো হয়।
 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আবু সা-দাত মো. মুনতাসিরবিল্লা রাতে গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সভা করে স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
 

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, সে সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়েছি। এটাই শিক্ষার্থীদের মূল দাবি ছিল।’


তিনি আরও বলেন, ‘যারা বহিষ্কৃত ছিলেন, তারা চলতি স্প্রিং সেমিস্টার থেকে ক্লাস চালিয়ে যেতে পারবেন। যাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছিল, তারা ক্লাসে ফিরবেন ফল সেমিস্টার থেকে।’
 

তবে প্রত্যাহারের নোটিশে এমন কিছু শর্ত উল্লেখ থাকায় শিক্ষার্থীরা এখনও আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত জানাননি।
 

আরও পড়ুন: ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলন: বিভ্রান্তি না ছড়াতে ডিএমপির অনুরোধ


এর আগে সন্ধ্যা ৬টা দিকে সংবাদ সম্মেলনে ৮টার মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহারের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল বলেন, ভার্সিটি কর্তৃপক্ষ রাত ৮টার মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে তারা কঠোর অবস্থানে যাবেন।


তিনি আরও বলেন, রোববার (২২ জুন) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং নতুনবাজার মোড়ে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।


এ ছাড়া রোববার ঢাকাসহ সারা দেশে ‘বাংলা ব্লকেড’ পালিত হবে। এদিন সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামবে বলেও জানান শিক্ষার্থীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন