চাহিদা বাড়ার পাশাপাশি পোশাকের দাম প্রতিযোগিতামূলক থাকায় চলতি বছরের প্রথম ৯ মাস, অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বিভিন্ন দেশে থেকে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক আমদানি ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৭ বিলিয়ন ইউরোতে।
এ সময়ে ইউরোপের বাজারটিতে বাংলাদেশি পোশাকের রফতানি ১৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৬ বিলিয়ন ইউরোতে। যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৩ দশমিক ৪৯ বিলিয়ন ইউরো।
আরও পড়ুন: ২০২৫-২৬ অর্থবছর / ৪ মাসে তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ১.৪০ শতাংশ
তবে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর হিসাব বলছে, এসময়ে রফতানির পরিমাণ বাড়লেও পোশাকের দাম বছর ব্যবধানে কমেছে ২ দশমিক শূন্য ৬ শতাংশ।
এদিকে, ইউরোপের বাজারের শীর্ষ পোশাক রফতানিকারক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে চীন। ইইউর বাজারে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির তৈরি পোশাক রফতানি ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ঠেকেছে ১৯ দশমিক ৭৭ বিলিয়ন ইউরোতে।
বাংলাদেশের পর অবস্থান করছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়া। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের তৈরি পোশাক রফতানি প্রায় ১০ শতাংশ পড়ে গেছে।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·