ইইউ বা ন্যাটো রাষ্ট্রগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই: ল্যাভরভ

৩ দিন আগে
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, তার দেশের ইইউ বা ন্যাটো সদস্য দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা নেই। তবে মস্কোর দিকে পরিচালিত যেকোনো আগ্রাসনের চূড়ান্ত প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া এক বক্তৃতায় সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর হুমকি দিন দিন সাধারণ হয়ে উঠছে।


তিনি ইসরাইল নিয়েও কথা বলেন। বলেন, রাশিয়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার নিন্দা করলেও গাজায় ফিলিস্তিনিদের নৃশংস হত্যাকাণ্ড বা পশ্চিম তীর দখলের ইসরাইলের পরিকল্পনার কোনো ন্যায্যতা নেই।

 

আরও পড়ুন:এবার জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন জেলেনস্কি


ইসরাইল আগে বলেছিল যে, হামাসকে পরাজিত করার জন্য তাদের গাজা অভিযান প্রয়োজনীয় ছিল।

 

ইউরোপের উত্তেজনা সম্পর্কে ল্যাভরভ বলেন, উত্তর আটলান্টিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের উপর আক্রমণের পরিকল্পনা করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এই অভিযোগ তুলে রাশিয়ার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি ক্রমশ সাধারণ হয়ে উঠছে। প্রেসিডেন্ট পুতিন বারবার এই ধরনের উস্কানিমূলক বক্তব্যকে অস্বীকার করেছেন বলেও জানান তিনি।


‘রাশিয়ার কখনোই এমন উদ্দেশ্য ছিল না এবং এখনও নেই। তবে আমার দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়া হবে।’ বলেন ল্যাভরভ।

 

এদিকে, ডেনমার্কের দাবি, তাদের বিমানবন্দরের উপর দিয়ে ড্রোন উড়িয়ে তাদের আকাশসীমায় সমন্বিত অনুপ্রবেশ করা হয়েছে, মস্কো তাদের দায় অস্বীকার করেছে।


এর আগে, এস্তোনিয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিমান দিয়ে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছিল।

 

আরও পড়ুন:টিআরটির প্রতিবেদন / সুইডেনে গভীর রাতে মসজিদে অগ্নিসংযোগ

 

সূত্র: বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন