ইংল্যান্ডের তিন বড় তারকার একসঙ্গে বিশ্বকাপ খেলা অনিশ্চিত

৪ দিন আগে
ইংল্যান্ডের বর্তমান জেনারেশনকে নিঃসন্দেহে তাদের গোল্ডেন জেনারেশন বলা যায়। প্রত্যেক পজিশনে একাধিক বিশ্বমানের তারকা দলটিতে। অবস্থা এমন যে, কাকে দলে নিতে গিয়ে কাকে বাদ দেবেন সেটিই কোচ টমাস টুখেলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে তার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তিন বিশ্বসেরা ক্লাবের তিন তারকাকে একসঙ্গে একাদশে রাখা।

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল জানিয়েছেন, তার সিস্টেমে জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন এবং হ্যারি কেনকে একসঙ্গে শুরুর একাদশে রাখা অসম্ভব।


রিয়াল মাদ্রিদের বেলিংহ্যাম ও ম্যানচেস্টার সিটির ফোডেন দুজনেই এই সপ্তাহে সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলে ফিরেছেন। বুধবার (১২ নভেম্বর) টুখেল বলেন, 'বেলিংহ্যাম ও অ্যাস্টন ভিলার মরগান রজার্স মূলত নাম্বার ১০ পজিশনের প্রতিদ্বন্দ্বী।' এর আগের সপ্তাহে এই জার্মান কোচ বলেছিলেন, তিনি ফোডেনকে আর উইঙ্গার হিসেবে দেখেন না, বরং 'নাম্বার ৯ ও নাম্বার ১০-এর মাঝামাঝি' এক হাইব্রিড খেলোয়াড়  হিসেবে দেখেন।

যখন তাকে জিজ্ঞেস করা হয়, এর মানে কি বেলিংহ্যাম, ফোডেন ও অধিনায়ক কেন একসঙ্গে খেলতে পারবে না?–টুখেল টকস্পোর্টকে বলেন, 'এই মুহূর্তে, যদি আমরা বর্তমান কাঠামো রাখি, তাহলে তারা একসঙ্গে খেলতে পারবে না। তারা পারবে, কিন্তু আমাদের কাঠামোর মধ্যে নয়, যা ভারসাম্যের জন্য দরকার এবং যেখানে প্রতিটি পজিশনে বিশেষজ্ঞ উইঙ্গাররা থাকে।'


আরও পড়ুন: রিয়াল ছাড়ছে ব্রাজিলের বিস্ময় বালক


টুখেলের অধীনে ইংল্যান্ড ৪-৩-৩ ফর্মেশনে খেলছে, যেখানে কেনের দুই পাশে থাকে দুজন উইঙ্গার থাকেন। ডান দিকের উইঙ্গার হিসেবে টুখেলের প্রথম পছন্দ আর্সেনালের বুকায়ো সাকা, আর বাঁ দিকে সাধারণত নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন বা বার্সেলোনার মার্কাস র‍্যাশফোর্ড খেলেন ।


এর মানে, কেইনের পেছনে নাম্বার ১০ পজিশনের জন্য দলের ভেতরে তীব্র প্রতিযোগিতা বজায় থাকবে এবং হয়তো কোনো বড় নামকেই বাদ পড়তে হতে পারে বিশ্বকাপ স্কোয়াড থেকে।


টুখেল বেলিংহ্যাম, রজার্স ও ফোডেনকে সেই পজিশনের প্রধান অপশন হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া আছেন চেলসির কোল পালমার (যিনি বর্তমানে চোটে), নটিংহ্যাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট (যিনি এই স্কোয়াডে নেই) এবং আর্সেনালের এবেরেচি এজে, যিনি এবার দলে আছেন।


জার্মান কোচ আরও বলেন, তিনি বিশ্বকাপের স্কোয়াডে পাঁচজন নাম্বার ১০ নিতে চান না, 'এতে আমাদের কোনো উপকার আমি দেখি না।'


তিনি বলেন, 'যারা বাদ পড়বে, সেটা তাদের যোগ্যতার অভাবে নয়, বরং জেতার জন্য যা দরকার, আমি সেটাই করব। আমরা সবসময় ভারসাম্যকে প্রাধান্য দেব এবং দলকে পরিষ্কারভাবে সাজাবো। এমনকি যদি তার মানে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা প্রতিটি ক্যাম্পেই কঠিন সিদ্ধান্ত নিই, এবং টুর্নামেন্টের সময়ও সেটা বদলাবে না।'


আরও পড়ুন: আগামী মাসে ভারত আসছেন মেসি, নিশ্চিত করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী


তবে তিনি আরও ইঙ্গিত দেন, ফোডেন হয়তো ভবিষ্যতে মধ্যমাঠে (৮ ও ১০-এর মাঝমাঝি হাইব্রিড ভূমিকায়) বিবেচিত হতে পারে, যেমনটি সে ম্যানচেস্টার সিটিতে খেলে থাকে।


ইংল্যান্ড দুই ম্যাচ হাতে রেখেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ওয়েম্বলিতে তারা সার্বিয়ার বিপক্ষে খেলবে। এরপর রোববার (১৬ নভেম্বর) আলবেনিয়া সফরে যাবে।


এদিকে, রজার্স টুখেলের অধীনে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি জার্মান কোচের পরিচালনায় আট ম্যাচের সবগুলোতেই খেলেছেন, যার মধ্যে পাঁচটিতে ছিলেন প্রথম একাদশে।
তবে তার হ্যামস্ট্রিংয়ে হালকা চোট থাকায় সার্বিয়ার বিপক্ষে বেলিংহ্যামকে সুযোগ দেওয়া হতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন