গত সেপ্টেম্বরে কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব। খেলেছিলেনও দুর্দান্ত। সারের হয়ে দুই ইনিংসে পান ৯ উইকেটের দেখা। ওই ম্যাচে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয়। ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
ফল? ইংল্যান্ডে নিষিদ্ধ সাকিব। ত্রুটি দূর হওয়ার আগে ইসিবি আয়োজিত টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। ক্রিকইনফো জানিয়েছে, এ নিষেধাজ্ঞা ১০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। কারণ ওইদিনই সাকিবের বোলিং অ্যাকশনের ফল ইসিবির কাছে পৌঁছে দিয়েছিল লাফবরো ইউনিভার্সিটি।
আরও পড়ুন: উইন্ডিজকে ভালো টিম মানা সৌম্য নিজেদের সেরাটা দিতে চান
ত্রুটির খবর প্রকাশের পর আজ প্রথম গল মারভেলসের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব, এ ম্যাচে বলই হাতে নেননি তিনি। আলেক্স হেলস করেন ২১ রান। সাকিব ও ভানুকা রাজাপাকসে দুজনই করেন ২০ রান করেন, গল পায় ১০৫ রানের সংগ্রহ। জবাব দিতে নামা জাফনাকে থামাতে পারেনি মহেশ থিকশানার বোলিং আক্রমণ। হেলস-সাকিবদের ব্যাটিং ছাপিয়ে যান কুশাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কারা। ২১ বলে টম কোহলার ৩২, ১৬ বলে মেন্ডিস ৩১ ও ১১ বলে আসালাঙ্কা ২৫ রান করেন। ৯ বল বাকি থাকতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় জাফনা, পায় ৭ উইকেটের জয়। লুক উড, বিনুরা ফার্নান্দো (১ উইকেট) ও জারুর খান (১ উইকেট) ২টি করে ওভার করেন। থিকশানা করেন ১ ওভার। চামিন্দা ভিক্রমাসিংহে করেন ১.৩ ওভার।
এই হারে পয়েন্ট টেবিলে একধাপ অবনতি হলো গলের। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জাফনা, ৪ পয়েন্ট নিয়ে গল নেমেছে দুইয়ে। প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল তারা, ওই ম্যাচে এক ওভার করেছিলেন সাকিব। মাঝের দুটি ম্যাচে ফল হয়নি, সাকিবেরও বোলিংয়ের সুযোগ আসেনি।