ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ফাইনালে দ.আফ্রিকা

৩ সপ্তাহ আগে
অবশেষে ফাইনালে খেলার আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার নারী দলের। এর আগে কখনও ফাইনালে উঠতে না পারা দলটি এবার ইংল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে।

গৌহাটিতে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ৭ উইকেটে ৩১৯ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে ৪২.৩ ওভারে ১৯৪ রানেই গুটিয়ে যায় ইংলিশ নারীরা। তাতে ১২৫ রানের বড় ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।


দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধিনায়ক লরা উলভার্ট। একপ্রান্তে আগলে তিনি ৪৮ ওভার পর্যন্ত ব্যাটিং করেন। ১৪৩ বলে ২০টি চার ও ৪ ছক্কায় খেলেন ১৬৯ রানের রেকর্ড ইনিংস। যা নারীদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া, তাজমিন ব্রিটস ৪৫, মারিজানে কাপ ৪২ ও টাইরন অপরাজিত ছিলেন ৩৩ রানে। তাতে ৭ উইকেটে ৩১৯ পর্যন্ত যেতে পারে প্রোটিয়া নারীরা।


আরও পড়ুন: ১৫০ ছক্কায় সূর্যকুমার দ্বিতীয় দ্রুততম 


বল হাতে ইংল্যান্ডের সোফি একলেস্টোন ১০ ওভারে ১ মেডেনসহ ৪৪ রানে ৪টি উইকেট নেন। লরেন বেল ১০ ওভারে ৫৫ রান দিয়ে নেন ২টি উইকেট।


জবাবে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ইংল্যান্ড। ১ রান করতেই হারায় ৩ উইকেট। সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। মাঝে অধিনায়ক ন্যাট-সিভার ব্রান্ট, অ্যালিস ক্যাপসি ও ড্যানি ওয়েট-হজের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে ইংল্যান্ড। কিন্তু ক্যাপসি ৫০, ন্যাট-সিভার ৬৪ ও হজ ৩৪ রান করে ফিরলে হারটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষদিকে লিনসে স্মিথ ২৭ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান।


বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা ছিলেন মারিজানে কাপ। তিনি ৭ ওভারে ৩ মেডেনসহ ২০ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। নাদিনে ডি ক্লার্ক ৫.৩ ওভারে ২৪ রানে নেন ২টি উইকেট। ১৬৯ রানের অনবদ্য ঐতিহাসিক ইনিংস খেলে ম্যাচসেরা হন লরা।

]]>
সম্পূর্ণ পড়ুন