রোববার (৩ আগস্ট) ওভাল টেস্টের দ্বিতীয় সেশনে ব্যাট করছে ইংল্যান্ড। চা বিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে। জয়ের জন্য ইংলিশদের দরকার আর ৫৭ রান। হাতে আছে ৬ উইকেট।
দলীয় ১০৬ রানে রানে তৃতীয় উইকেট হারানো ইংল্যান্ড হারের পথেই ছিল। কিন্তু হ্যারি ব্রুক আর জো রুট মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। গড়েছেন ১৯৫ রানের জুটি। ক্যারিয়ারের ৩০তম টেস্টে দশম সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক।
৯৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১১ রান করে আকাশদীপের বলে আউট হয়েছেন ব্রুক। তবে ক্রিজে আছেন রুট। অপেক্ষায় আছেন ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরির। দরকার আর মাত্র ২ রান। ১৩৫ বলে ১২ চারে ৯৮ রানে ব্যাট করছেন এই ব্যাটিং মায়েস্ত্রো।
আরও পড়ুন: স্মিথের চোটে কপাল খুলল ফকসের
দলকে জয়ের পথ দেখানো ইনিংস খেলার পথে অসাধারণ এক কীর্তি গড়েছেন রুট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রুট। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৯তম ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন।
ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে ২৯ রান করে আউট হয়েছিলেন রুট। ফলে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে এই ইনিংসে দরকার ছিল আর মাত্র ২৫ রান। মোহাম্মদ সিরাজকে চার মেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম খেলোয়াড় হিসেবে ৬ হাজার রান পূর্ণ করেন রুট।
রুট ৬৯ টেস্টে ৫২.৬১ গড়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সর্বোচ্চ রান স্টিভ স্মিথের। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ৫৫ টেস্টে ৪৯.৭৪ গড়ে করেছেন ৪,২৭৮ রান। ৫৩ টেস্টে ৪৮.০১ গড়ে ৪,২২৫ রান নিয়ে তৃতীয় স্থানে মার্নাস লাবুশেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস আছেন চার নম্বরে। ৫৭ টেস্টে ৩৭.৬৬ গড়ে ৩,৬১৬ রান করেছেন ইংলিশ অধিনায়ক।