ইংল্যান্ডে প্রথম টেস্টে হেরে হেডিংলি থেকে বার্মিংহ্যামে গিয়েছে ভারতীয় দল। সেখানেই দ্বিতীয় টেস্ট খেলবে দুদল। তবে এই সফরের আগে হুট করেই আলোচনায় ভারতীয় দলের অদ্ভুত এক কাণ্ড। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ড সফরে নাকি নিজেদের বালিশ নিয়ে এসেছেন অনেক ক্রিকেটার। আর লোকেশ রাহুল নাকি নিজের তোষকও সঙ্গে করে নিয়ে এসেছেন।
সাধারণত ইংল্যান্ডের হোটেলগুলোতে যে বিছানা থাকে সেগুলোর তোশক খুবই নরম। ভারতীয় ক্রিকেটারদের তাতে ঘুমাতে কিছুটা অসুবিধা হয়। এ কারণেই রাহুল তোশক নিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। ভালো ঘুমের জন্য নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন।
ইংল্যান্ড সফর নিয়ে শুরু থেকেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রাহুল। তিনি ইংল্যান্ডে আগে চলে যেতে চেয়েছিলেন অনুশীলন করার জন্য। রাহুলের আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানি বলেছিলেন, 'আমার মনে আছে ইংল্যান্ড সিরিজের আগে, রাহুল আমাকে বলেছিল, ''এই দলটার জন্য আমি থাকতে চাই।'' ও আগেই ইংল্যান্ড চলে যেতে চেয়েছিল। ওর চোখে ভালো কিছু করার স্বপ্ন দেখেছিলাম।'
আরও পড়ুন: ১১ নারীকে ধর্ষণের অভিযোগ উইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে
প্রথম টেস্ট হারের পর বুধবার (২৫ জুন) বার্মিংহ্যাম পৌঁছেছে ভারতীয় দল। সেখানে পৌঁছেই জাসপ্রীত বুমরাহ যান প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। বাকি সবাই হোটেলেই বিশ্রাম নিয়েছেন। বিকেলের দিকে কোচ গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটাক একসঙ্গে সময় কাটান। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় থেকেই এই ছবি দেখা যাচ্ছে। তারা দু’জন মিলে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। অনেককেই দেখা যায় কফি খেতে গিয়েছেন। বৃহস্পতিবারও বিশ্রাম নিয়েছে ভারতীয় দল। সেদিন কোনো অনুশীলন হয়নি। শুক্রবার (২৭ জুন) বুমরাহদের অনুশীলন করার কথা আছে।
]]>