ইংল্যান্ড দলের কোচিং প্যানেলে সাউদি

৩ ঘন্টা আগে
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন টিম সাউদি। অবসর নেয়ার ছয় মাসের মধ্যে নতুন ভূমিকায় দেখা যাবে কিউই এই সাবেক পেসারকে। ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ হিসেবে কাজ করবেন তিনি। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই তার অ্যাসাইনমেন্ট শুরু হবে।

স্বল্প-মেয়াদী চুক্তিতে ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শক হিসেবে জেমস অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হলেন সাউদি। ২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিল তার। আবার এই একই প্রতিপক্ষের বিপক্ষেই খেলেছেন নিজের শেষ ম্যাচ। ক্যারিয়ারে শেষ টেস্ট খেলার পর নিউজিল্যান্ডের টিম সাউদি এবার ইংল্যান্ড দলের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’।


সাউদিকে কোচিং প্যানেলে যুক্ত করতে ব্রেন্ডন ম্যাককুলামের পরামর্শই নিয়েছে ইসিবি। ইংল্যান্ডের ব্যাকরুম স্টাফে তিনি তার সাবেক অধিনায়ক এবং বন্ধু ব্রেন্ডন ম্যাককুলামের সাথে পুনরায় মিলিত হলেন। সাউদি এবং ম্যাককুলাম একসঙ্গে ১৭০ ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে।


আরও পড়ুন: ১২ টেস্টে মাত্র ৩ জয়, শান মাসুদকে ‍নেতৃত্ব থেকে সরাতে চায় পাকিস্তান 
 



টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টিম সাউদির। ১০৭ টেস্টে নিয়েছেন ৩৯১ উইকেট, যা রিচার্ড হ্যাডলির (৪৩১) পর কিউই বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।


২২ মে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের মাধ্যমে ইংল্যান্ডের আন্তর্জাতিক মৌসুম শুরু হবে। এরপর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ। যার পরে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজও রয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন