এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যখাতে বিদ্যমান অনিয়ম ও সিন্ডিকেট কার্যক্রম অনেকাংশে নির্মূল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও জানান, হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজর দিচ্ছে। পাশাপাশি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আমার মনে হয় না আলাদা পিতৃত্বকালীন ছুটি দরকার আছে: স্বাস্থ্য উপদেষ্টা
পরিদর্শনকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান, জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ স্বাস্থ্য বিভাগের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে স্বাস্থ্য উপদেষ্টা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে রংপুরের পথে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
সেখানেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় এক হাজারের অধিক চিকিৎসক সংকট রয়েছে। এর মধ্যে ৩০০ জন চিকিৎসকের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই চিকিৎসক ও নার্স সংকট নিরসনে বিশেষ গুরুত্ব দেবে স্বাস্থ্য বিভাগ। যার ফলে অনেকাংশেই নিরসন হবে চিকিৎসক সংকটের ভোগান্তি।