ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কনা

১ দিন আগে
বিমোহিত করা বাঁশির সুর, ফ্যাশন র‍্যাম্প শো আর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উদ্‌যাপন হলো উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম অন্ট্রাপ্রনার্স ক্লাব অব বাংলাদেশের (ই-ক্লাব) ফ্যামিলি নাইটস। পুরো আসরকে মাতিয়ে রাখতে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান সেলিব্রিটি হলে ই-ক্লাবের সদস্য, উদ্যোক্তা ও পরিবারকে নিয়ে এই অনন্য মিলনমেলা ও আনন্দ-উৎসবের আয়োজন করা হয়।  

 

এই আয়োজনে অংশ নেন দেশের পাঁচ শতাধিক নিবন্ধিত সদস্য, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী ও খেলোয়াড়। অনুষ্ঠানে ফ্যাশন র‍্যাম্প শো করেন জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বুলবুল টুম্পা ও তার টিম।

 

আরও পড়ুন: বাঁশি নিয়ে যে দুঃখ ছিল বারী সিদ্দিকীর

 

আয়োজন শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী মেজবান ডিনারের ব্যবস্থা করা হয়। আয়োজনটির টাইটেল স্পনসর স্কাইটেক সল্যুশন এবং পাওয়ার্ড বাই ইভেন্ট সিটি। এছাড়াও, প্লাটিনাম স্পনসর ইন্টেরিওর স্টুডিও, নেক্স রিয়েল এস্টেট ও আইফিক্স ফাস্ট।

 

আয়োজনে অনুষ্ঠানটির কনভেনর ফাহমিদা আহমেদ ও কো-কনভেনর আব্দুর রহমান নিপু ছাড়াও আরও উপস্থিত ছিলেন ই-ক্লাব প্রেসিডেন্ট মো. কামরুল হাসান, সেক্রেটারি জেনারেল মো. সোলাইমান আহমেদ জিসান, ডিরেক্টর এস এম মাহমুদ শারাফাত ও মেম্বারশিপ ডিরেক্টর অবনী আহমেদ।

 

আরও পড়ুন: প্রথমবার একই মঞ্চে বাপ্পা মজুমদার-মেহজাবীন মেহা

 

প্রায় ৭০০ নিবন্ধিত উদ্যোক্তার সমন্বয়ে গঠিত ‘ই-ক্লাব’ ২০১৭ সাল থেকে উদ্যোক্তাদের মাঝে কাজ করে যাচ্ছে। ক্লাবটি ‘ভিন্নতা’, ‘প্রসার’, ‘ইনভেস্টমেন্ট নেস্ট’, ‘বন্ধন’ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, ব্র্যান্ডিং, মেন্টরশিপ, বিনিয়োগ, বিজনেস কনসালটেশন, মার্কেট এক্সপোজার, রিসার্চ ও পলিসি অ্যাডভোকেসি, নারী উদ্যোক্তা উন্নয়ন, ইয়ুথ লিডারশিপ, কর্পোরেট কোলাবোরেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, সোশ্যাল ইমপ্যাক্ট, গ্লোবাল কানেকশন ও ইন্টারন্যাশনাল পার্টনারশিপের মতো বহুমাত্রিক কার্যক্রমের ব্যবস্থা করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন