বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে ডাক দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
ফয়েজ আহমদ আরও বলেন, ডাক বিভাগের সেবা আবারও মানুষের দোরগোড়ায় পৌঁছাতে অ্যাড্রেস ডিজিটালাইজেশন, পোস্টাল মেইল, পার্সেল ট্র্যাকিং সিস্টেমকে আধুনিকায়ন করাসহ বেশ কিছু সংস্কার কার্যক্রম চলছে। সেই সঙ্গে পুনরুদ্ধার করা হবে ডাক বিভাগের দখল হওয়া সম্পত্তিও।
আরও পড়ুন: বিশ্ব ডাক দিবস / হাতের লেখা চিঠি এখন ইতিহাস, তবু স্মৃতিতে বেঁচে আছে এক টুকরো আবেগ
এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে ডাক ভবনের সামনে ডাক দিবসের র্যালির উদ্বোধন করেন ফয়েজ আহমদ। র্যালিতে ডাক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ডাক পিয়নরা উপস্থিত ছিলেন।
ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কিত ব্যানার ফেস্টুনের পাশাপাশি র্যালিতে ডাক পিয়নদের কার্যক্রম ফুটিয়ে তোলা হয়। র্যালিটি আগারগাঁওয়ের সড়ক প্রদক্ষিণ করে ডাক ভবনের সামনে এসে শেষ হয়।
]]>