সোমবার (৯ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খালেদা চৌধুরী কচি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল কবির।
আরও পড়ুন: ই-কমার্সের পণ্য রফতানিতে সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক
এর আগে গত আগস্ট মাসে টাকা ফেরত চেয়ে আব্দুল বারেক, মো. বেল্লাল, মামুন আখন্দ, ওয়াসিম আকরাম, ইমরান হোসেনসহ ই-অরেঞ্জের ৪১৯ জন গ্রাহক রিট দায়ের করেন।