আড়াই মাস আগে সৌদি যান ফিরোজ, স্বপ্ন পূরণের বদলে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

৪ সপ্তাহ আগে
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে রাজবাড়ীর ফিরোজ তরফদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে সৌদি আরবের তাবুক প্রদেশে আল-ওয়াজ শহরে এ দুর্ঘটনা ঘটে।

 

ফিরোজ তরফদার রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামের দুবাই প্রবাসী মঞ্জু তরফদারের ছেলে। তার জুনায়েদ ইসলাম জিসান নামে তিন বছর বয়সী এক ছেলে রয়েছে।

 

ফিরোজের মা পিয়ারা বেগম জানান, জীবিকার তাগিদে মাত্র আড়াই মাস আগে গত ১ আগস্ট সৌদি আরবে পাড়ি জমান ফিরোজ।

 

আরও পড়ুন: দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল কর্মীর মৃত্যু

 

সেখানে আল-ওয়াজ শহরে স্যানিটারি মিস্ত্রীর কাজ করতেন তিনি। শনিবার স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে ওয়াশরুমে গিজার মেশিন স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজ। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

এদিকে, শনিবার বাংলাদেশ সময় রাত ১০ টার দিকে ফিরোজের মৃত্যুর খবর পান তার স্বজনরা। মৃত্যুর খবরে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস। মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি স্বজনদের।

 

আরও পড়ুন: বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু

 

স্থানীয় ইউপি সদস্য মো. সানাউল্লাহ মিজি বলেন, ‘ফিরোজ খুব ভালো ছেলে। মাত্র আড়াই মাস আগে জীবিকার তাগিদে সে সৌদি আরব পাড়ি জমায়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন