শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আহসান মঞ্জিলে একা ছিলেন না হানিয়া। সঙ্গে ছিলেন বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাই।
এ সময় অ্যাশ রংয়ের সালোয়ার কামিজ পরেছিলেন হানিয়া। আর কালো রংয়ের পোশাক পরেছিলেন রাফসান।
আহসান মঞ্জিলে ফুসকা খাচ্ছিলেন তারা। এসময় খাবারটি নিয়ে অভিনেত্রীকে বিস্তারিত নানা কথা বলছিলেন ফুড রিভিউর জন্য বিখ্যাত এ ইউটিউবার।
ঢাকার ঐতিহ্যপূর্ণ এ মঞ্জিলে কিছু সময় শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন দুই দেশের এ দুই সেলিব্রেটি।
আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে বাংলায় আবেগী বার্তা দিলেন হানিয়া আমির
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। বাংলাদেশে পৌঁছেই সে খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান অভিনেত্রী।
আগামী ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। এরপর ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন।
আরও পড়ুন: বলিউডে অভিষেক হচ্ছে হানিয়া আমিরের
]]>