আহত মুসিয়ালার জন্য নেইমারের আবেগতাড়িত বার্তা

৪ সপ্তাহ আগে
বায়ার্ন মিউনিখ-পিএসজির মধ্যকার কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের শেষ দিকে আঘাত পান জামাল মুসিয়ালা। বলের দখল নিতে গিয়ে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। পিএসজির গোলরক্ষকের গায়ের নিচে চাপা পড়ে পায়ের অ্যাঙ্কেল ভেঙে গেছে এই জার্মান ফরোয়ার্ডের। ধারণা করা হচ্ছে, এই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে ২২ বছর বয়সী মুসিয়ালাকে।

শনিবার (৫ জুলাই) ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। বায়ার্নের বিদায়ের দিনে মারাত্মক ইনজুরিতে পড়েছেন ক্লাবটির অন্যতম সেরা তারকা জামাল মুসিয়ালা। পিএসজির গোলরক্ষক দোন্নারুমার সঙ্গে সংঘর্ষে পা ভেঙেছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে বুক কেঁপে উঠেছে অনেকেরই। মুসিয়ালা এমন বাজেভাবে আঘাত পেয়েছেন যে তিনি পুরনো রূপে মাঠে আর কখনো ফিরতে পারবেন কি-না তা নিয়েও অনেকেই সন্দেহ পোষণ করছেন।


তবে বায়ার্ন মিউনিখ তারকার এই কঠিন সময়ে তার পাশে পাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে। পুরো ক্যারিয়ারে একের পর এক ইনজুরির সঙ্গে লড়াই করে খেলা চালিয়ে যাওয়া নেইমার মুসিয়ালার দ্রুত সুস্থতা কামনা করে সমর্থন জানিয়েছেন।


আরও পড়ুন: ফিফা ক্লাব বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা


 

Neymar Jr. on Instagram:

Hope you recover quickly and shine again. Football needs your talent. Power to you 🙏 pic.twitter.com/8p6OUrtfgo

— Bayern & Germany (@iMiaSanMia) July 5, 2025


ইনস্টাগ্রামে মুসিয়ালার উদ্দেশ্যে সেই হৃদয়গ্রাহী বার্তায় নেইমার লিখেছেন, 'আশা করি, তুমি দ্রুত সেরে উঠবে এবং আগের মতোই উজ্জ্বল  হয়ে জ্বলবে। তোমার প্রতিভাকে ফুটবলের দরকার। শক্তিশালী হয়ে ওঠো।'


প্রাথমিক পরীক্ষানিরীক্ষায় জানা গেছে, মুসিয়ালার বাঁ পায়ের ফিবুলা ভেঙে গেছে। আগামী নভেম্বর-ডিসেম্বরের আগে তার পক্ষে আর মাঠে নামা সম্ভব না বলে ধারণা করা হচ্ছে। ২২ বছর বয়সী তারকা গত মৌসুমও ইনজুরির কারণে নিয়মিত মাঠে ছিলেন না। ক্লাব বিশ্বকাপে দারুন ফর্মে ছিলেন তিনি। চার ম্যাচে করেছেন ৩ গোল। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন