সোমবার (৩০ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
অনেকে বলছেন তিনি (আসিফ মাহমুদ) একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে-৪৭ নয়। এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল।
তিনি বলেন, ‘এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে, আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।’
আরও পড়ুন: ব্যাগ থেকে গুলির ম্যাগজিন উদ্ধার, যা জানালেন উপদেষ্টা আসিফ
বৈধ লাইসেন্স পেতে বয়স ৩০ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ হয়নি। তাহলে উনি এটা কীভাবে পেলেন–এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানসমূহ নির্বিঘ্নে উদ্যাপনে পদক্ষেপ নেয়া হয়েছে। এ সময় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।
উল্লেখ্য, রোববার (২৯ জুন) মরক্কো যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়।
]]>