আসাদের প্রাসাদে ব্যাপক ভাঙচুর-লুটপাট

৩ সপ্তাহ আগে
বিদ্রোহীদের জোরদার হামলার মুখে মাত্র ১২ দিনেই পতন ঘটেছে দুই যুগ ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। তার পতনের পরপরই দেশজুড়ে উল্লাসে মেতে উঠেছেন লাখ লাখ সিরীয় নাগরিক। তাদের মধ্যে অনেকে দামেস্কের কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল প্রাসাদে লুটপাট চালিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি বলেছেন, রোববার বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পরপরই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিলাসবহুল বাড়িতে লুটপাট করেছেন কয়েক ডজন সিরীয়।

 

এ সময় বিভিন্ন বয়সি নারী, শিশু ও পুরুষকে আসাদের বাড়ি ও বিশাল বাগানে ঘুরতে দেখা যায়। প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো একেবারে খালি থাকলেও কিছু আসবাবপত্র মেঝেতে পড়ে রয়েছে। এছাড়া প্রাসাদে সংরক্ষিত আসাদ ও তার বাবার বেশ কিছু প্রতিকৃতি ভেঙে ফেলেছেন তারা।

 

দামেস্কের বাসিন্দা ৪৪ বছর বয়সি আবু ওমর বলেন, ‘আমি প্রতিশোধ নেয়ার জন্য এখানে এসেছি। তারা অবিশ্বাস্য উপায়ে আমাদের ওপর নিপীড়ন চালিয়েছে।’

 

আরও পড়ুন: দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ জারি

 

এছাড়া নিজের মোবাইলে প্রেসিডেন্ট প্রাসাদে তোলা ছবি দেখিয়ে তিনি বলেন, ‘আমি এখানে এসে ছবি তুলছি। আসাদের বাড়ির মাঝখানে আসতে পেরে অত্যন্ত খুশি।’

 

সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনটি দামেস্কের আল-মালিকি অভিজাত এলাকায় অবস্থিত। সেখানে তিনটি ছয়তলা ভবন নিয়ে গঠিত তার বাসভবন। এএফপির একজন সংবাদদাতাও কয়েক কিলোমিটার দূরে দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে পুড়ে যাওয়া একটি অভ্যর্থনা হল দেখেছেন।

প্রাসাদ থেকে একটি ফ্রেম নিয়ে যাচ্ছেন এক বাসিন্দা। ছবি: এপি

 

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সিরীয় নাগরিকদের বাশার আল-আসাদের প্রাসাদের মধ্য দিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। এ সময় বেশ কয়েকজনকে প্রাসাদের কিছু আসবাবপত্র বা অলঙ্কার নিয়ে যেতেও দেখা গেছে।

 

আরও পড়ুন: সিরিয়া /বাশার আল আসাদকে বহনকারী বিমান কি বিধ্বস্ত হয়েছে?

 

ব্রিটিশ এ বার্তা সংস্থার হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, আল-রাওদা প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করে বেশ কয়েকজন পুরুষ কাঁধে করে স্মার্ট চেয়ার নিয়ে বেরিয়ে যাচ্ছে। এছাড়া একটি স্টোররুমে একটি ভাঙা আলমারি থেকে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতেও দেখা গেছে।

 

রয়টার্সের চাই করা অন্য আরেকটি প্রাসাদ মুহাজরিন প্যালেসের ভিডিওতে দেখা গেছে, একটি সাদা মার্বেল মেঝে এবং লম্বা কাঠের দরজার মধ্যদিয়ে বেশ কয়েকজন নারী-পুরুষ হেঁটে যাচ্ছে। আর এক লোককে ফুলদানি নিয়েও যেতে দেখা গেছে।

প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে সেলফি তুলছেন সিরীয় নাগরিকেরা। ছবি: এপি

 

বিদ্রোহীদের জোরদার হামলার মুখে মাত্র ১২ দিনেই পতন হয় প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের। রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেন বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালান।

 

আরও পড়ুন: সিরিয়ায় সরকার পতনের লড়াইয়ে নেতৃত্ব দেয়া কে এই জোলানি?

 

রোববার সকালে সিনিয়র দুই সেনা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন