আসল দোষী মেসিই: সুনীল গাভাস্কার

৪ সপ্তাহ আগে
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গত ১৩ ডিসেম্বর দর্শকদের সামনে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। তবে মেসির উপস্থিতি ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। যার কারণে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করেন আর্জেন্টিনার অধিনায়ক। এদিকে, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এই বিশৃঙ্খলার পেছনে মেসিকেই দায়ী করেছেন।

সল্ট লেক স্টেডিয়ামে মেসির এক ঝলক দেখার জন্য দর্শকরা হাজার হাজার টাকার টিকিট কিনেছেন। অনেকে নিজের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে শুধু মেসিকে দেখার জন্য এসেছিলেন। তবে মেসিকে নেতা-মন্ত্রীরা ঘিরে রাখার কারণে স্টেডিয়ামে দেখতে আসা দর্শকরা তাকে দেখতেই পায়নি। যার কারণে দর্শকরা ক্ষুব্ধ হয়ে বিশৃঙ্খলা তৈরি করে।


এই বিশৃঙ্খলা দেখে মেসিকে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করতে হয়। যেখানে স্টেডিয়ামে মেসির থাকার কথা ছিল আরও বেশি সময়, সেখানে ২০ মিনিট পরই মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা। এই কারণেই গাভাস্কার মেসি ও তার দলকে দোষারোপ করেন।


স্পোর্টস্টারে প্রকাশিত কলামে গাভাস্কার লিখেছেন, ‘কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সময় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় দোষারোপ করা হয়েছে সবাইকে, কেবল সেই ব্যক্তির ওপর নয়, যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তার চুক্তির বিস্তারিত অবশ্য প্রকাশিত হয়নি। কিন্তু তার যদি এক ঘণ্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যে ভক্তরা যথেষ্ট অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন, তাদের জন্য এটা হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই।’


আরও পড়ুন: মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা— পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী 


গাভাস্কার কলামে আরও লেখেন, ‘হ্যাঁ, তিনি রাজনীতিবিদ ও তথাকথিত ভিআইপিদের দ্বারা ঘিরে ছিলেন, তবে তার বা তার সহযোগীদের কোনো নিরাপত্তা হুমকি ছিল না। তার কি শুধু স্টেডিয়ামে ঘুরে বেড়ানোর কথা ছিল, নাকি কার্যকর কিছু যেমন পেনাল্টি কিকও নিতে পারতেন? যদি তা হতো, তবে তার চারপাশের সবাইকে সরতে হতো এবং জনতাও তাদের নায়ককে সেই কাজ করতে দেখতেন, যা দেখার জন্য তারা এসেছিলেন।’  


বিশৃঙ্খলার কারণে শাহরুখ খান শেষ পর্যন্ত স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন। এছাড়াও, অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাঝপথেই সিদ্ধান্ত পরিবর্তন করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন