আশুলিয়ায় বেতার কেন্দ্রের ভেতরে মিলল যুবকের মাটিচাপা দেয়া মরদেহ

১ সপ্তাহে আগে
নিখোঁজের ৬ দিন পর এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সাভারের আশুলিয়ার কবিরপুরস্থ বাংলাদেশ বেতারের নিরাপত্তার প্রাচীরের ভেতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই যুবকের নাম মাহামুদুর রহমান হৃদয়। তিনি জামালপুরের ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

 

হৃদয় কাশিমপুরের মাধবপুরে ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন।

 

নিহতের পরিবারের দাবি গত ২৮ ডিসেম্বর থেকে নিখোঁজ মাহামুদুর রহমান হৃদয়।

 

আরও পড়ুন: যুবদল নেতার গলাকাটা মরদেহের পাশে ‘প্রেম’ সংক্রান্ত চিরকুট

 

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, কয়েকটি শিশু খেলতে গিয়ে মাটির ওপরের অংশে মরদেহের কিছু অংশ দেখতে পায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

 

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মাটিচাপা দিয়ে পালিয়ে যায়।

 

আরও পড়ুন: রাজশাহীতে দুই মোটরসাইকেলের পাশে পড়ে ছিল ৩ মরদেহ

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন