মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমা পরিবহনের একটি বাস পলাশবাড়ী থেকে ডিইপিজেড’র উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা স্ট্যান্ডের সামনে এলে বাসের চালক গাড়ির পেছনে আগুন দেখতে পান। পরে দ্রুত গাড়ি থামিয়ে তিনি নিরাপদে নেমে যান। এসময় স্থানীয়রা গাড়িটির আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে বাসটির আগুন নেভায়।
পরিবহনের চালক রেজাউল ইসলাম জানান, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ওই বাসে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের এলজেড কারখানা ও এক্সপেরিএন্স গার্মেন্টসের শ্রমিক পরিবহন করে থাকেন তারা।
আরও পড়ুন: বরিশালে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন
তবে কখন, কোথা থেকে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারেননি তিনি।
এ ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ ও সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে বাসটিকে নিরাপদে সরিয়ে নেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে হাইওয়ে ও আশুলিয়া থানা পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·