শুক্রবার (১৩ ডিসেম্বর) আল্লু অর্জুনের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এক রাত থাকার পর অভিনেতা অন্তর্বতী জামিন পান। সিনেমাটিকে কেন্দ্র করে কয়েকটি ঘটনা ঘটেছে একের পর এক। কিন্তু সিনেমার নায়িকা রাশমিকার চুপ থাকার বিষয়টি নিয়ে রহস্য খুঁজছিলেন নেটিজেনরা। অবশেষে মুখ খুলেছেন তিনি।
রাশমিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এসব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেয়া হলো। দু্টি ঘটনায় আমি মর্মাহত।’
গত ৪ ডিসেম্বর ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সে ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়।
শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।
আরও পড়ুন: আল্লু অর্জুনকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী
হাইকোর্টে এ আবেদন জানানো হলে তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন। কিন্তু জামিন পাওয়ার পরও জেলে অভিনেতাকে আটক রাখায় দ্রুতই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন আল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি।
আরও পড়ুন: ৪ সপ্তাহের জামিন, আল্লু অর্জুনকে নিয়ে ‘বিস্ফোরক’ কঙ্গনা!
]]>