আল্লু অর্জুনের জামিনের পেছনে শাহরুখ খানের যোগসূত্র কী?

৩ সপ্তাহ আগে
ভারতের হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় গ্রেফতার দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে একরাত কারাগারে থাকতে হয়েছিল। ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা জামিন পেয়ে জেল থেকে বের হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালতে শাহরুখ খানের প্রসঙ্গ তুলে ধরেই জামিন পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

বলিউড কিং শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাকে পেছনে ফেলে টপকে গেছে আল্লু অর্জুনের ‘পুস্পা’। তবে আদালতে কিং খানের উদাহরণ টানলেন দক্ষিণী এই সুপারস্টার।


শুক্রবার জেল হেফাজতের ঘণ্টা খানেকের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন আল্লু। এমন ‘নাটকীয় পট পরিবর্তন’ নিয়ে চর্চার শেষ নেই!


তবে মজার বিষয় হচ্ছে, এদিন দক্ষিণী তারকার জামিনের সঙ্গে অদ্ভূতভাবে জুড়ে গেছে শাহরুখ খানের নাম।


অতীতে শাহরুখ খানও একবার এরকমই এক মামলায় বিতর্কে জড়িয়েছিলেন। সময়টা ছিল ২০১৭ সালের জানুয়ারি মাস। সে সময়ে ‘রইস’ সিনেমার প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে চড়ে গুজরাট গিয়েছিলেন কিং খান।


ভদোদরায় শাহরুখ খানকে দেখতে মারাত্মক ভিড় হয়েছিল। সেই জণসমাগমকে লক্ষ্য করে বলিউড সুপারস্টার কিছু টি শার্ট ছুঁড়ে দিয়েছিলেন। আর সেগুলো লুফে নেওয়ার চেষ্টায় হুড়োহুড়ির সৃষ্টি হয়।


সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক ভক্তের। যার জেরে শাহরুখ খানের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। প্রথমে গুজরাট হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দেয়।


শীর্ষ আদালত জানিয়েছিল, শাহরুখ খান সেলিব্রেটি হলেও আর পাঁচজন নাগরিকের মতো তারও কিছু অধিকার রয়েছে। তার খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য অভিনেতাকে দায়ী করা অনুচিত।


সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার আল্লু অর্জুনের সঙ্গে। কোর্টে এদিন দক্ষিণী সুপারস্টারের আইনজীবী শাহরুখ খানকে বেকসুর খালাসের রায়টি পড়ে শোনান।


সেখানে লেখা ছিল, ‘পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোনও যোগ ছিল না। আল্লু অর্জুনের ক্ষেত্রেও তাই। অভিনেতা দোতলায় ছিলেন। আর ওই মহিলা অনুরাগী থিয়েটারের নীচতলায়।’


আইনজীবী আরও জানান, ‘রাত ৯টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান দক্ষিণী সুপারস্টার। সেখানে আল্লু অর্জুন আসছেন, সে খবর পুলিশও জানতেন। পুলিশ বা থিয়েটার তরফে আগাম পরিস্থিতি বুঝেও কেন কোনও তরফ থেকে অভিনেতাকে সতর্ক করে দেননি বা আসতে নিষেধ করেননি।’


শাহরুখ খানের অতীত উদাহরণ শোনার পর আদালত জানায়, ‘আমরা নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করব।’ এরপরই ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন।


গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে।


ওই দিনই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালত অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন।


তবে এ রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী। অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজের আবেদন করেন তিনি।

 

আরও পড়ুন: আল্লু অর্জুনের বিপদে পাশে দাঁড়িয়ে কী বললেন রাশমিকা?


হাইকোর্টে এ আবেদন জানানো হলে তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন। কিন্তু জামিন পাওয়ার পরও জেলে অভিনেতাকে আটক রাখায় দ্রুতই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন আল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি।

 

আরও পড়ুন: আল্লু অর্জুনকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

]]>
সম্পূর্ণ পড়ুন