আল্লাহর কাছে প্রিয় জিকির

২ দিন আগে
আল্লাহর জিকিরে আত্মিক প্রশান্তি লাভ হয়। হৃদয়ের শান্তির ঢেউ খেলে। মহান আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের প্রাণ। যখন কোনো বান্দা মহান আল্লাহকে স্মরণ করেন তখন আল্লাহ তাকে স্মরণ করেন।

হজরত আয়েশা (রা.) বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা জিকিরে থাকতেন। আমাদেরও উচিত তার উম্মত হিসেবে সর্বদা মহান আল্লাহর জিকিরে মশগুল থাকা। মহান আল্লাহ বলেন,

 

আরও পড়ুন: নবীজির প্রিয় ও পছন্দের বিষয়গুলো নিয়ে সিরাতের বই ‘নবীজির প্রিয় ১০০’

 

তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব এবং কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। (সুরা বাকারা: ১৫২)

 

সুতরাং আমরা যখন আল্লাহর জিকিরে মশগুল হই তখন একথা স্মরণ করা কর্তব্য যে, স্বয়ং আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করছেন। এতে জিকিরের স্বাদ ও মজা বহুগুণ বৃদ্ধি পাবে।

 

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন; এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেয়ার পর অনেক পাতা ঝরল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘নিশ্চয় সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা-ইলা-হা ইল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন (শীতকালে) গাছ তার পাতা ঝরায়।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১২৫৩৪)

 

জিকিরগুলো হলো:

 

এক. سُبْحَانَ اللَّهِ  (উচ্চারণ: সুবহানাল্লাহ) অর্থ: আর আল্লাহ তাআলা অতি পবিত্র।

দুই. اَلْحَمْدَ لِلَّهِ  (উচ্চারণ: আলহামদুলিল্লাহ) অর্থ: সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য।

 

আরও পড়ুন: নবীজির ওপর দরুদ পাঠের ফজিলত


তিন. لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ (উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু) অর্থ: আর আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই।

চার. وَاللَّهُ أَكْبَرُ (উচ্চারণ: ওয়াল্লাহু আকবার) অর্থ: এবং তিনি অতি মহান।

]]>
সম্পূর্ণ পড়ুন