আলোচিত এসআই সুকান্তকে মারধর করে পুলিশে সোপর্দ

২ সপ্তাহ আগে
খুলনায় পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাশকে সিএনজি চালিত থ্রি-হুইলার থেকে নামিয়ে মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকাল সোয়া ৪টায় নগরীর ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে।


পরে খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে দেওয়া হয় তাকে। এর আগে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে অভ্যুত্থানের পরে এস আই সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা।


স্থানীয়রা জানান, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির কর্মসূচি চলাকালীন সিএনজি তে যাচ্ছিলেন এস আই সুকান্ত। যাত্রী ওঠানোর সময় সুকান্তকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে কয়েকজন। পরে বিএনপির সিনিয়র নেতারা তাকে পুলিশের কাছে তুলে দেন।


আরও পড়ুন: সিলেটে জুলাইযোদ্ধাকে কিল-ঘুষি, এএসআই প্রত্যাহার


নজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন,  নিরাপত্তা জন্য এস আই সুকান্তকে হেফাজতে রাখা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন