মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের বিসিক শিল্প এলাকায় বিএডিসি আলুবীজ হিমাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে কৃষক প্রতিনিধিরা অভিযোগ করেন, গত বছর গ্রেড অনুযায়ী আলু বীজের দাম ছিল ৩৩, ৩৪ ও ৩৫ টাকা। অথচ এবার দাম কমিয়ে দেয়া হয়েছে। চলতি মৌসুমে বিএডিসি উৎপাদিত আলুবীজের মূল্য গ্রেডভেদে কেজিপ্রতি মাত্র ২৬ থেকে ২৮ টাকা নির্ধারণ করেছে, যা কৃষকের উৎপাদন ব্যয়ের চেয়েও কম। এতে কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
আরও পড়ুন: দিশেহারা উত্তরের চাষিরা, আলু এখন গলার কাঁটা!
বিএডিসি হিমাগার বগুড়ার উপ-পরিচালক (আলুবীজ) কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, কৃষকেরা লোকসানের দাবি জানিয়ে আজ মানববন্ধন করেছেন৷ আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে অবহিত করবো তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।