গত মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের জার্সিতে ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর হলেও দলগতভাবে কিছুই জিততে পারেননি হুলিয়ান আলভারেজ। কোচ দিয়েগো সিমিওনের কৌশলে তার প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে না বলেও অনেকেরই মত। তাই সেরাদের কাতারে জায়গা করে নিতে তাকে দলবদলের পরামর্শ দিয়েছেন অনেকেই। আগামী মৌসুমেই মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা জেগেছে আলভারেজের।
আগামী মৌসুমেই বার্সেলোনার জার্সি গায়ে চাপাতে পারেন আলভারেজ। ২০২৬ এর গ্রীষ্মকালীন দলবদলে অ্যাতলেটিকো থেকে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোকে মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে কাতালান জায়ান্টরা। রবার্ট লেভানদোভস্কি আগামী বছর ক্লাব ছাড়তে পারেন, আর তাতেই আর্থিক জায়গা তৈরি হবে আলভারেজকে দলে টানার জন্য। ছোটবেলা থেকেই বার্সেলোনার ভক্ত আলভারেজ, অনুপ্রাণিত হয়েছেন তার সতীর্থ ও আইডল লিওনেল মেসির কাছ থেকে।
আরও পড়ুন: ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফায় চিঠি দিলেন ৫০ খেলোয়াড়
স্প্যানিশ দৈনিক 'স্পোর্ত' জানিয়েছে, অ্যাতলেটিকোর সঙ্গে আলভারেজের চুক্তিতে ৫০০ মিলিয়ন ইউরো (৭,১৪৯ কোটি টাকা) রিলিজ ক্লজ আছে এবং মাদ্রিদের ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। বার্সেলোনার বিশ্বাস, অ্যাতলেটিকো এই রিলিজ ক্লজকে চাপ হিসেবে ব্যবহার করবে এবং ২০০ মিলিয়ন ইউরোর (২,৮৬০ কোটি টাকা) কমে আলোচনায় বসবে না।
তবে, বার্সেলোনার ধারণা, ব্যক্তিগত শর্তাবলী নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ আলভারেজ আজীবন ক্লাবটির সমর্থক এবং মেসির দ্বারা অনুপ্রাণিত। লেভানদোভস্কির সম্ভাব্য বিদায়ের পরই বার্সেলোনার আর্থিক পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হবে, যা আলভারেজকে আনা সহজ করবে এবং লা লিগার খরচের নিয়ম ভঙ্গও হবে না।
মৌসুমের শুরুটা দারুণ করেছেন আলভারেজ। সাত ম্যাচে করেছেন ছয় গোল এবং একটি অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে করেছেন জোড়া গোল। তার আগের ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। তবে মায়োর্কার বিপক্ষে ম্যাচে বদলি হওয়ার পর ক্ষোভ প্রকাশ করায় কিছু বিতর্ক তৈরি হয়। পরে অবশ্য তিনি তা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে তার সম্পর্ক একদম স্বাভাবিক।
আরও পড়ুন: মাত্র ১৯ বছর বয়সেই স্প্যানিশ গোলকিপারের মৃত্যু
অন্যদিকে, সামনে বার্সেলোনার সভাপতি নির্বাচন। ক্লাবপ্রধান হোয়ান লাপোর্তা সমর্থকদের মনোবল বাড়াতে বড় কোনো তারকা খেলোয়াড়কে আনতে চান। আলভারেজ প্রধান লক্ষ্য হলেও বিকল্প হিসেবে বিবেচনায় আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। কোচ হান্সি ফ্লিকের নজরে আছে বরুশিয়া ডর্টমুন্ডের সেরহু গুইরাসিও।
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।