আলকারাজকে হারিয়ে এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন সিনার

১ সপ্তাহে আগে
সময়ের সেরা দুই তারকা কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের মাঝে রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হয় এটিপি ফাইনালস। ইনডোর হার্ড কোর্টে আলকারাজকে হারিয়ে শিরোপা জিতেছেন ইতালির সিনার।

ইতালির তুরিনে শীর্ষ দুটি বাছাইয়ের জমজমাট ফাইনালে সিনার জিতেছেন ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে। পুরো প্রতিযোগিতাজুড়ে কোনো ম্যাচ না হেরে অপরাজিতভাবেই দ্বিতীয়বারের মতো এই শিরোপা ঘরে তুললেন ২৪ বছর বয়সি সিনার।  


সিনারের এই জয় তার টানা ৩১তম অপরাজিত ম্যাচ। শিরোপা নিশ্চিত করায় যোগ হয়েছে বিপুল অঙ্কের পুরস্কার—৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১ কোটি টাকারও বেশি।


আরও পড়ুন: সিনারকে উড়িয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ 


আলকারাজের বিপক্ষে ফাইনালে এখন পর্যন্ত ছয়বারের দেখায় এটি সিনারের দ্বিতীয় জয়। আর সব মিলিয়ে দুই জনের ১৬টি মুখোমুখির লড়াইয়ে এটি সিনারের ষষ্ঠ জয়।


টেনিসে চলতি বছরের পুরোটাতেই ছিল সিনার ও আলকারাজের দাপট। দু'জন মিলে জিতেছেন মোট ১৪টি শিরোপা। এমনকি বছরের চারটি গ্র্যান্ড স্লামও নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন ইতালিয়ান ও স্প্যানিয়ার্ড দুই তারকা।


২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন সিনার। আলকারাজের হাতে উঠেছে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের ট্রফি।

]]>
সম্পূর্ণ পড়ুন