শনিবার (৮ ফেব্রুয়ারি) টেলিভিশন প্রোগ্রামে এ সাক্ষাৎকারে তিনি সতর্ক করেছেন, ইহুদিবাদী শাসকেরা পরিকল্পিতভাবে খননকার্য পরিচালনার মাধ্যমে মসজিদের ভিত্তি দুর্বল করে দিচ্ছে, যা ভবিষ্যতে ছোট্ট একটি ভূমিকম্পের দ্বারাও আল আকসার পতন ঘটাতে পারে।
শেখ সাবরি স্পষ্টভাবে উল্লেখ করেন,
এই ভূমি পবিত্র, এটি স্পর্শ করার অধিকার কারো নেই। তিনি মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়ে বলেন, আল-আকসা রক্ষায় ব্যর্থতা কেবল ফিলিস্তিনের জনগণের নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর লজ্জার কারণ হবে। যারা এটি রক্ষায় অবহেলা করবে, তাদের আল্লাহ ও ইতিহাসের সামনে জবাবদিহি করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা প্রসঙ্গে শেখ সাবরি সাফ বলেন, এই ভূমি আমাদের, আমরা আমাদের জন্মভূমির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনো বিদেশি শক্তিকে আধিপত্য বিস্তারের সুযোগ দেব না। আমাদের ভাগ্য নির্ধারণের অধিকার আমাদের নিজেদেরই।
আরও পড়ুন: তাবলিগ জামাতের তালিমে যে বইটি পাঠ করা হয়
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি জনগণ কখনোই তাদের মাতৃভূমি ছেড়ে যাবে না বা তাদের ন্যায়সংগত অধিকার থেকে সরে আসবে না। দখলদারদের প্রতিহত করা এবং পবিত্র ভূমি রক্ষা করা শুধু রাজনৈতিক নয়, বরং একটি ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।’
৮৭ বছর বয়সী শেখ ইকরাম সাবরি জেরুজালেমের সাবেক প্রধান মুফতি, সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান ও আল-আকসার প্রধান ইমামদের একজন। তিনি ১৯৭০ এর দশকের শুরু থেকে সেখানে শুক্রবারের খুতবা দিয়েছেন ও ইসরাইলি বাহিনী তাকে বেশ কয়েকবার গ্রেফতার করেছে।
ইহুদিদের একটি চ্যানেলে তাকে ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করার পরিকল্পনায় ইরান, হামাস এবং হিজবুল্লাহর নেতাদের সঙ্গে অংশীদার এবং জেরুজালেমের প্রধান নাৎসি হিসেবে বর্ণনা করেছে। এমনকি চ্যানেলটি সাবরির বাড়ির জন্য জিপিএস লিংক দিয়ে আক্রমণ করার আহ্বান জানায়।
]]>