কাই টাক স্পোর্টস পার্কে প্রচুর দর্শক দেখতে এসেছিল আর্সেনাল ও টটেনহ্যামের ম্যাচটি। যুক্তরাজ্যের বাইরে এটাই যে প্রথম নর্থ লন্ডন ডার্বি ম্যাচ। এমন এক হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিলো আর্সেনালের। ৫৬ শতাংশ বল নিজেদের পায়েই রেখেছিলেন বুকায়ো সাকা, কাইল হাভার্টজ এবং মার্টিনেল্লিরা।
আরও পড়ুন: কোরিয়ান ক্লাবের জালে ৭ গোল বার্সার
কিন্তু তাদের দুর্বলতা ছিলো অন টার্গেটে। পুরো ম্যাচে ১৬টি শট নিলেও, লক্ষ্যে ছিলো মাত্র একটা। যাও আটকে দেন স্পার্সের ইতালিয়ান গোলরক্ষক ভিকারিও। অন্যদিকে ৬ শটের একটি অন টার্গেটে রেখেই বাজিমাত করে টটেনহ্যাম। ৪৫ মিনিটের দারুণ এক গোলে দলকে জয় এনে দেন পাপে মাতার সার।

দিনের আরেক ম্যাচে অস্ট্রেলিয়ান ক্লাব পার্থ গ্লোরিকে নিয়ে ছেলেখেলা করেছে এসি মিলান। ৯-০ গোলে তারা হারিয়েছে পার্থকে। জোড়া গোল করেছেন ওকাফোর এবং রাফায়েল লিয়াও। বাকি ৫টি গোল এসেছে আলাদা আলাদা পাঁচ জন ফুটবলারের পা থেকে।