এমিরেটস স্টেডিয়ামে বুধবার (২৬ নভেম্বর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াই। তবে তা ছাপিয়ে লড়াইটা হয়ে উঠবে রক্ষণ বনাম আক্রমণের লড়াই। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কঠিন ডিফেন্স আর্সেনালের ৪ ম্যাচ খেলে এখনো নিজেদের জাল অক্ষত রেখেছে ইংলিশ ক্লাবটি। অন্যদিকে, হ্যারি কেইন-লুইজ দিয়াজদের নিয়ে সাজানো দুর্দান্ত আক্রমণভাগ বায়ার্ন মিউনিখের। তাই লড়াইটা হবে সমানে সমান।
চলতি মৌসুমে অপ্রতিরোধ্য আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দের তারা। ইপিএলের শীর্ষস্থানও তাদের দখলে। সেই পারফরম্যন্সের ধারা নিজেদের মাঠে বায়ার্নের বিপক্ষে ধরে রাখতে চাইবে গানার্স। তবে এ ম্যাচে সেন্টার ব্যাক গ্যাবরিয়েলকে মিস করবেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার পরিবর্তে পিওরে হিনকাপি। এছাড়া শুরুর একদশে থাকবে এবেরেচি এজে, বুকায়ো সাকা ও ডেকলাইনা রাইসরা। বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষস্থান দখলে নিতে চান আর্তেতা।
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই জয় তুলে নেয়া। প্রস্তুতিও ভালো এই মুহূর্তে আমরা ভালো অবস্থানে আছি। সেটা ধরে রাখতে চাই। বায়ার্নের বিপক্ষে ম্যাচটিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা জানি প্রতিপক্ষ কেমন। কঠিন একটি ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে।’
আরও পড়ুন: গার্দিওলার ভুল বাজিতে ঘরের মাঠে লেভারকুসেনের কাছে হারলো ম্যানসিটি
আর্সেনালের মতোই দুর্দান্ত সময় পার করছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের মতো বুন্দেস লিগায়ও তারা রয়েছে শীর্ষে। নিজেদের সবশেষ ম্যাচে ফেইবুর্গের বিপক্ষে ৬-২ গোলের বড় জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাভারিয়ানরা। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ১০ জনের দল নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে হারানোর অভিজ্ঞতা বাড়তি অনুপ্রেরণা দেবে জার্মান ক্লাবটিকে।
যদিও এ ম্যাচে লুইজ দিয়াজকে পাচ্ছেন না বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পাবেন বায়ার্নের একাডেমি থেকে উঠে আসা ওয়ান্ডার কিড লেনার্ট কার্ল। জয়ের লক্ষ্য নিয়েই লন্ডন যাবে জার্মান চ্যাম্পিয়নরা। স্বীকার করলেন, আর্সেনালকে তাদের ঘরের মাঠে হারানোটা সহজ হবে না।
ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘দেখুন এই মৌসুমে আর্সেনাল দুর্দান্ত ছন্দে রয়েছে। তাদের মাঠে তাদের হারানোটা খুব কঠিন হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব। অবশ্যই দিয়াজ দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। সে থাকলে ভালো হতো। তবে এখানে আমাদের কিছুই করার নেই।’
আরও পড়ুন: বার্সেলোনাকে হারিয়ে খোঁচা মারলেন চেলসি কোচ
চ্যাম্পিয়ন্স লিগে এমিরেটিস স্টেডিয়ামে শেষ ১৫ ম্যাচে কখনো হারেনি আর্সেনাল। যদিও পরিসংখ্যান কথা বলছে বায়ার্নের পক্ষে। গানার্সদের সঙ্গে শেষ ৫ দেখার ৪ টিতেই জিতেছে বাভারিয়ানরা।

২ সপ্তাহ আগে
২






Bengali (BD) ·
English (US) ·