আর্সেনাল হোঁচট খাওয়ায় শিরোপার জন্য লিভারপুলের একটা ড্রই যথেষ্ট

২ সপ্তাহ আগে
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তৃতীয় মিনিটে একবার লিড নিয়েছিল, আরেকবার ৪২ মিনিটে। দুবার এগিয়ে গিয়েও আর্সেনাল শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট আদায় করতে পারলো না। ক্রিস্টালের বিপক্ষে ম্যাচটি তারা ২-২ গোলে ড্র করেছে।

এটা ছিল এবারের লিগে আর্সেনালের ৩৪তম ম্যাচ, দ্বিতীয়স্থানে থাকা দলটির নামের পাশে পয়েন্ট ৬৭। লিভারপুলের ৩৩ ম্যাচ শেষে ১২ পয়েন্টের লিড, অর্থাৎ আরেকটি পয়েন্ট হলেই আর্সেনাল বাকি চার ম্যাচ জিতলেও লিভারপুলকে ধরতে পারবে না। রোববার (২৭ এপ্রিল) টটেনহ্যামের বিপক্ষে ম্যাচটাই তাদের শিরোপা উদ্‌যাপনের উপলক্ষ্য, দরকার কেবল অন্তত ড্র।


লিভারপুল সবশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল ২০১৯-২০ মৌসুমে। এরপর ২০২০-২১ মৌসুমে তৃতীয়, ২০২১-২২ মৌসুমে রানার্সআপ, ২০২২-২৩ মৌসুমে পঞ্চম ও ২০২৩-২৪ মৌসুমে তৃতীয় হয়েছিল।


আরও পড়ুন: অ্যাস্টন ভিলার বিপক্ষে সিটির জয়ে উল্লাসে মত্ত গার্দিওলা


এমিরেটস স্টেডিয়ামে ড্র করার দিনে আর্সেনালকে তৃতীয় মিনিটেই এগিয়ে দিয়েছিলেন জাকুব কিউইর। মার্টিন ওডেগার্ডের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এবেরেচি এচের গোলে ২৭ মিনিটে সমতায় ফিরে প্যালেস।


আর্সেনাল বিরতির আগে আরও একবার লিড পায়। ৪২ মিনিটের সেই গোলটি করেন লেয়ান্দ্রো ত্রোসার্ড। ৭৩ মিনিটে পেনাল্টি পাওয়ার সম্ভাবনা দেখা দিলেও আর্সেনাল শেষ পর্যন্ত তা পায়নি। ৮৩ মিনিটে ফিলিপে মাতেতার গোলে ম্যাচে সমতায় হওয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গানার্সদের।

]]>
সম্পূর্ণ পড়ুন