সিটির জয় ২-০ গোলে। জন স্মিথ স্টেডিয়ামের জয়ে গোল করেছেন ফিল ফোডেন ও স্যাভিনহো। লিগে বার্নলে ও চ্যাম্পিয়ন্স লিগে মোনাকো ম্যাচের আগে এই জয় তাদের যে আত্মবিশ্বাস দেবে, তা তো নিশ্চিতই। ঘরের মাঠে বার্নলে ম্যাচটি ২৭ সেপ্টেম্বর, অ্যাওয়েতে মোনাকোরটি ১ অক্টোবর।
সিটির মতো জিতেছে আর্সেনাল, টটেনহ্যাম ও নিউক্যাসলও। এই তিন দলও প্রতিপক্ষের বিবেচনায় শক্তিশালী। তৃতীয় সারির লিগের পোর্ট ভ্যালের সঙ্গে আর্সেনালের জয়ও ২-০ গোলে। আর্সেনালের জার্সিতে এবেরেচি এজের প্রথম গোলের পাশাপাশি জালের দেখা পেয়েছেন লিয়ান্দ্রো ত্রোসার্ড।
আরও পড়ুন: মার্টিনেল্লির শেষ মুহূর্তে গোলে সিটির সঙ্গে ড্র করলো আর্সেনাল
টটেনহ্যাম ডনক্যাস্টারের বিপক্ষে জিতেছে ৩-০ গোলে। হুয়াও পালহিনহা ও ব্রেনান জনসন একটি করে গোল করেছেন। আরেকটি গোল আত্মঘাতী। নিউক্যাসল জিতেছে সবচেয়ে বেশি গোল করে। ব্রাডফোর্ড সিটিকে ৪-১ গোলে হারিয়েছে তারা। জোয়েলিংটন ও উইলিয়াম ওসুলা দুজনই দুবার করে নেটে বল জড়িয়েছেন।
তৃতীয় রাউন্ডের সব কটি ম্যাচ হয়ে যাওয়ায় আজ হয়েছে চতুর্থ রাউন্ডের ড্র।
চতুর্থ রাউন্ডে যে যার প্রতিপক্ষ
আর্সেনাল-ব্রাইটন গ্রিমসবাই-ব্রেন্টফোর্ড সোয়ানসি সিটি-ম্যানচেস্টার সিটি নিউক্যাসল-টটেনহ্যাম রেক্সহ্যাম-কার্ডিফ লিভারপুল-ক্রিস্টাল প্যালেস চেলসি-উলভস ওয়াইকম্ব-ফুলহ্যাম |