আর্সেনাল ও চেলসির জয়ের রাতে লিভারপুলের বিদায়

৩ সপ্তাহ আগে
ইংল্যান্ডের ঘরোয়া লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিল লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের কাছে এক প্রকার উড়ে গেছে স্লটের দল। এদিকে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে শেষ আটে উঠেছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও চেলসি।

লিভারপুলের খারাপ সময় চলছেই। লিগে টানা চার হারের পর এবার ঘরোয়া টুর্নামেন্টেও হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো তাদের। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দিয়েছিল অল রেডরা। প্যালেসের কাছে ৩-০ গোলে হেরে যায় তারা।


প্যালেসের হয়ে প্রথম হাফে দুইটি গোল করেন ইসমাইলা সার। আর দ্বিতীয় হাফে গোল করে লিভারপুলের বড় হার নিশ্চিত করেন ইয়েরেমি পিনো। ম্যাচের ৭৯তম মিনিটে লাল কার্ড দেখেন লিভারপুলের তরুণ ডিফেন্ডার আমারা নাল্লো।


আরও পড়ুন: প্রিমিয়ার লিগের হল অব ফেমে হ্যাজার্ড 


এদিকে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্সেনাল। গানারদের হয়ে গোল করেছেন বুকায়ো সাকা এবং এনওয়ারি। আর ঘরের মাঠে ওলভসকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি।


প্রথম হাফে তিন গোল দেয়া চেলসি দ্বিতীয় হাফে দুই গোল হজম করে। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে আরও এক গোল করে চেলসি। তবে যোগ করা সময়ে এক গোল শোধ দেয় ওলভস। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা।


এদিকে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সিটিজেনদের হয়ে গোল করেছেন চেরকি, মারমুশ এবং ডকু।


শেষ আটের ফিক্সচার

কার্ডিফ বনাম চেলসি
ব্রেন্টফোর্ড বনাম ম্যানচেস্টার সিটি
ফুলহ্যাম বনাম নিউক্যাসল
আর্সেনাল বনাম ক্রিস্টাল প্যালেস  

]]>
সম্পূর্ণ পড়ুন