গত নভেম্বরে ডিএনসিজি আর্থিক অব্যবস্থাপনার কারণে লিওঁকে সাময়িকভাবে অবনমিত ঘোষণা করেছিল। মঙ্গলবার ক্লাবটির মালিক জন টেক্সটর ও ডিএনসিজি'র মধ্যকার বৈঠকের পর সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। লিওঁ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং বলেছে, তারা ডিএনসিজি'র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সংস্থার সব অনুরোধ রেখেছে।
ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, 'এই সন্ধ্যায় ডিএনসিজি যে অবোধ্য সিদ্ধান্ত দিয়েছে, অলিম্পিক লিওঁ তা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং নিশ্চিত করেছে যে ক্লাবটি অবিলম্বে আপিল করবে।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা ইতোমধ্যেই অর্থনৈতিক স্থিতিশীলতা প্রমাণ করেছি এবং টানা দুই বছর ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার মতো ক্রীড়া সাফল্য অর্জন করেছি। এমন পরিস্থিতিতে একটি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে ফ্রান্সের এত বড় একটি ক্লাবকে অবনমিত করা—আমাদের কাছে একেবারেই বোধগম্য নয়।'
আরও পড়ুন: রানার্স আপ হয়ে শেষ ষোলোতে চেলসি
২০০১ থেকে ২০০৭-০৮ এর মধ্যে টানা সাতবার লিগ ওয়ানের শিরোপা ঘরে তোলে লিওঁ। সবশেষ মৌসুমে লিগ ওয়ানে ষষ্ঠ হয়ে হয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে নিজের ৪৩ শতাংশ শেয়ার বিক্রি করার একদিন পরেই লিওঁকে অবনমনের এই সিদ্ধান্ত এলো।
গত অক্টোবরে জন টেক্সটরের ইগল ফুটবল গ্রুপ প্রায় ৪২২ মিলিয়ন পাউন্ড (৫৭৪.৮৫ মিলিয়ন ডলার) পরিমাণ ঋণের কথা প্রকাশ করেছিল, যা লিওঁর আর্থিক স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করে। তারপর থেকে ক্লাবটি বেশ কয়েকজন খেলোয়াড় বিক্রি করে অর্থ সংগ্রহ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন মাক্সঁস কাকেরে, যিনি ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দিয়েছেন, এবং রায়ান চেরকি, যিনি গেছেন ম্যানচেস্টার সিটিতে।
লিওঁর বিবৃতিতে এ ব্যাপারে বলা হয়েছে, আরও বলা হয়েছে, 'আমাদের শেয়ারহোল্ডারদের ইক্যুইটি অবদানের এবং ক্রিস্টাল প্যালেসের শেয়ার বিক্রির মাধ্যমে আমাদের নগদ অর্থের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং ২০২৫/২৬ মৌসুমের জন্য আমাদের কাছে পর্যাপ্ত অর্থ সংস্থান রয়েছে।'
আরও পড়ুন: বায়ার্নকে হারিয়ে শেষ ষোলোতে বেনফিকা
তবে ক্লাবটি কর্তৃপক্ষকে এই ব্যাপারে বোঝাতে ব্যর্থ হয়েছে যে, তাদের আর্থিক অবস্থা যথেষ্ট উন্নত হয়েছে এবং তাই শাস্তি প্রত্যাহার করা উচিত। ৫৯ বছর বয়সী জন টেক্সটর এই সিদ্ধান্ত ঘোষণার আগেই লিওঁর আর্থিক পরিস্থিতি নিয়ে ইতিবাচক মূল্যায়ন দিয়েছিলেন।
যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে 'স্টাদ দে রেইমস', যারা অবনমন প্লে-অফে মেত্জের কাছে হেরে 'লিগ ওয়ান' থেকে নেমে গিয়েছিল, তারা আগামী মৌসুমে ফ্রেঞ্চ শীর্ষ স্তরের লিগে লিওঁর জায়গা নেবে। তবে রেইমস বা ফ্রান্সের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এলএফপি কারোর পক্ষ থেকেই তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।