আর্জেন্টিনার দুই ক্লাব দলে নিতে চেয়েছিলো রোনালদোকে

৩ সপ্তাহ আগে
ক্রিস্টিয়ানোর রোনালদোকে নিয়ে ইদানিং আলোচনাটা একটু বেশিই হচ্ছে। অবশ্য আলোচনা হওয়ার কারণও রয়েছে যথেষ্ট। আগামী ৩০ জুন সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে রোনালদোর। অন্যদিকে ক্লাব বিশ্বকাপে খেলার জন্য বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন, তবে সিআরসেভেন জানিয়ে দিয়েছেন তিনি ক্লাব বিশ্বকাপে খেলছেন না। লিওনেল মেসির আর্জেন্টিনারও দুটি ক্লাব নিতে চেয়েছিলো সিআরসেভেনকে।

৩০ জুন খুব একটা দূরে নয়, চুক্তির মেয়াদ থাকতে থাকতেই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেটি বাড়িয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আল নাসর। তবে গুঞ্জন রয়েছে, ক্লাবের পক্ষ থেকে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হলেও রোনালদো নিজেই নাকি সেখানে আর থাকতে চাচ্ছেন না। 

 

গত ২৫ মে আল নাসরের হয়ে মৌসুমের শেষ ম্যাচটি খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন সিআরসেভেন। আর সেই সুযোগটাই লুফে নিতে চেয়েছিলো আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানোর নামও নাকি উল্লেখ করেছে ক্লাবটি। 

 

আরও পড়ুন: চাকরি হারাতে পারেন ইতালির কোচ, নতুন কোচ হওয়ার দৌড়ে যারা

 

রোনালদোকে দলে নিতে প্রস্তাব দিয়েছিলো রিভার প্লেট। এমন খবর প্রকাশ করেছিলো আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’। এছাড়া আর্জেন্টিনার আরও একটি ক্লাব পর্তুগিজ এই সুপারস্টারকে দলে নিতে চেয়েছিলো।   

 

আল নাসর ২০২৫ ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তাই এ প্রতিযোগিতায় এমনিতেই রোনালদোর খেলার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই রোনালদো দল পাল্টে ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন। এমন সম্ভাবনার কথা খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন। 

 

আরও পড়ুন: কাতার জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল

 

এর সমাধানও ফিফা করে দিয়েছে। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দলকে ১ থেকে ১০ জুনের মধ্যে বিশেষ দলবদলের সুবিধা দেওয়া হয়েছে, যেন তারা প্রয়োজনীয় খেলোয়াড় সই করাতে পারে। যেহেতু চুক্তির মেয়াদ বাকি থাকলেও এই মৌসুমে আল নাসরের আর কোনো ম্যাচ নেই, তাই রোনালদোকে ক্লাব বিশ্বকাপের যেকোনো দল বিনা ট্রান্সফার ফিতে সই করাতে পারবে। 

 

গুঞ্জন ছিল ক্লাব বিশ্বকাপে অংশ নিতে চলা সৌদির আল হিলাল, ব্রাজিলের বোতাফোগো, মরক্কোর ওয়াইদাদ ও মেক্সিকোর মোন্তেররেই রোনালদোকে দলে ভেড়াতে আগ্রহী। কিন্তু রোনালদো সবাইকে ‘না’ বলে দেওয়ায় আপাতত আর কোনো সম্ভাবনা নেই।

]]>
সম্পূর্ণ পড়ুন